ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

স্যামসাংয়ের টিভিতে এক্সবক্স গেইম আনছে মাইক্রোসফট

  • আপডেট সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :স্যামসাংয়ের স্মার্ট টিভি প্ল্যাটফর্মে এক্সবক্স গেইম মুক্তি দিতে যাচ্ছে মাইক্রোসফট। এ বছরেই স্যামসাংয়ের স্মার্ট টিভিতে খেলা যাবে এক্সবক্স প্ল্যাটফর্মের অনেকগুলো জনপ্রিয় গেইম।
রয়টার্স বলছে, কনসোল মালিক নন এমন গেইমারদের আকৃষ্ট করার লক্ষ্যে বড় অগ্রগতি হতে যাচ্ছে এই পদক্ষেপটি।
৩০ জুন থেকে স্যমসাংয়ের ২০২২ স্মার্ট টিভিগুলোতে খেলা যাবে এক্সবক্স গেইমগুলো। স্যামসাংয়ের টিভিতে একশর বেশি টাইটেল খেলার সুযোগ পাবেন এক্সবক্সের ক্লাউড-গেইমিং সেবার গ্রাহকরা। ব্লু-টুথ সুবিধা আছে এমন কন্ট্রোলার দিয়ে স্মার্ট টিভিতে খেলা যাবে গেইমগুলো। ‘হেলো ইনফিনিট’ এবং ‘ফোরজা হরাইজন ৫’ এর মত জনপ্রিয় গেইমগুলো খেলা যাবে স্মার্ট টিভিগুলোতে। এক্সবক্স কনসোলের প্রয়োজন হবে না গেইমারের। রয়টার্স জানিয়েছে, এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট স্মার্ট টিভির উৎপাদক স্যামসাংয়ের সঙ্গে এই প্রকল্প নিয়ে কাজ করছে ২০২১ সাল থেকে। এক্ষেত্রে, এক্সবক্স প্ল্যাটফর্মের জন্য তৈরি গেইমগুলো অন্যান্য প্ল্যাটফর্মেও খেলার সুযোগ তৈরি করতে চাইছে মাইক্রোসফট। পাশাপাশি ‘এক্সবক্স গেইম পাস’ সাবস্ক্রিপশন সেবার চল আরও বাড়াতে চাইছে কোম্পানিটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্যামসাংয়ের টিভিতে এক্সবক্স গেইম আনছে মাইক্রোসফট

আপডেট সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

প্রযুক্তি ডেস্ক :স্যামসাংয়ের স্মার্ট টিভি প্ল্যাটফর্মে এক্সবক্স গেইম মুক্তি দিতে যাচ্ছে মাইক্রোসফট। এ বছরেই স্যামসাংয়ের স্মার্ট টিভিতে খেলা যাবে এক্সবক্স প্ল্যাটফর্মের অনেকগুলো জনপ্রিয় গেইম।
রয়টার্স বলছে, কনসোল মালিক নন এমন গেইমারদের আকৃষ্ট করার লক্ষ্যে বড় অগ্রগতি হতে যাচ্ছে এই পদক্ষেপটি।
৩০ জুন থেকে স্যমসাংয়ের ২০২২ স্মার্ট টিভিগুলোতে খেলা যাবে এক্সবক্স গেইমগুলো। স্যামসাংয়ের টিভিতে একশর বেশি টাইটেল খেলার সুযোগ পাবেন এক্সবক্সের ক্লাউড-গেইমিং সেবার গ্রাহকরা। ব্লু-টুথ সুবিধা আছে এমন কন্ট্রোলার দিয়ে স্মার্ট টিভিতে খেলা যাবে গেইমগুলো। ‘হেলো ইনফিনিট’ এবং ‘ফোরজা হরাইজন ৫’ এর মত জনপ্রিয় গেইমগুলো খেলা যাবে স্মার্ট টিভিগুলোতে। এক্সবক্স কনসোলের প্রয়োজন হবে না গেইমারের। রয়টার্স জানিয়েছে, এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট স্মার্ট টিভির উৎপাদক স্যামসাংয়ের সঙ্গে এই প্রকল্প নিয়ে কাজ করছে ২০২১ সাল থেকে। এক্ষেত্রে, এক্সবক্স প্ল্যাটফর্মের জন্য তৈরি গেইমগুলো অন্যান্য প্ল্যাটফর্মেও খেলার সুযোগ তৈরি করতে চাইছে মাইক্রোসফট। পাশাপাশি ‘এক্সবক্স গেইম পাস’ সাবস্ক্রিপশন সেবার চল আরও বাড়াতে চাইছে কোম্পানিটি।