ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

স্যান্টনারে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের ১০৩ রানের লিড

  • আপডেট সময় : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পুনে টেস্টে দ্বিতীয় সেশনে কিছু ভুল সিদ্ধান্তের পরও নিউজিল্যান্ড ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। দ্বিতীয় দিনে ভারতকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার নায়ক মিচেল স্যান্টনার। এই স্পিনার নিয়েছেন সাত উইকেট। প্রথমবার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার।
উইকেটে দুই বাঁহাতি ব্যাটার থাকার পরও নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের বদলে এজাজ প্যাটেলকে দিয়ে বোলিং করা। একটি রিভিউও মিস করে, তাতে চার ওভারে ৩২ রানের মাশুল গুনেছে সফরকারীরা। একই সেশনে স্যান্টনারের দ্বিতীয় বলে রিভিউ না নেওয়া রবীন্দ্র জাদেজা আর ১৭টি রান বেশি করার সুযোগ পান, থামেন ৩৮ রানে। অবশ্য তার আগেই পিচে বলের প্রচণ্ড টার্নিংয়ে ভারত ধরাশায়ী। স্যান্টনার ও ফিলিপসের ঘূর্ণিতে সকালের সেশনে ৬ উইকেট হারায় তারা। লাঞ্চের আগে তাদের স্কোর ৭ উইকেটে ১০৭ রান। দ্বিতীয় সেশনে ১০ নম্বরে নেমে আকাশ দীপের ছক্কা এবং জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দরের শেষ লড়াইয়ে ভারত ১৫০ রান পার করে। ১ উইকেট হারিয়ে ১৬ রানে দিন শুরু করেছিল ভারত। আগের দিন ওয়াশিংটনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করেছিল তারা। কিন্তু অল্প পুঁজিতে আটকে দেওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তারা। পুনেতে স্যান্টনারের অন্য প্রান্ত থেকে বোলিং করে বাকি দুই উইকেট নিয়েছেন ফিলিপস। ৪৫.৩ ওভারে অলআউট হয় ভারত। জাদেজার সর্বোচ্চ ইনিংস বাদে ত্রিশ ছুঁয়ে আউট হয়েছেন শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্যান্টনারে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের ১০৩ রানের লিড

আপডেট সময় : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: পুনে টেস্টে দ্বিতীয় সেশনে কিছু ভুল সিদ্ধান্তের পরও নিউজিল্যান্ড ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। দ্বিতীয় দিনে ভারতকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার নায়ক মিচেল স্যান্টনার। এই স্পিনার নিয়েছেন সাত উইকেট। প্রথমবার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার।
উইকেটে দুই বাঁহাতি ব্যাটার থাকার পরও নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের বদলে এজাজ প্যাটেলকে দিয়ে বোলিং করা। একটি রিভিউও মিস করে, তাতে চার ওভারে ৩২ রানের মাশুল গুনেছে সফরকারীরা। একই সেশনে স্যান্টনারের দ্বিতীয় বলে রিভিউ না নেওয়া রবীন্দ্র জাদেজা আর ১৭টি রান বেশি করার সুযোগ পান, থামেন ৩৮ রানে। অবশ্য তার আগেই পিচে বলের প্রচণ্ড টার্নিংয়ে ভারত ধরাশায়ী। স্যান্টনার ও ফিলিপসের ঘূর্ণিতে সকালের সেশনে ৬ উইকেট হারায় তারা। লাঞ্চের আগে তাদের স্কোর ৭ উইকেটে ১০৭ রান। দ্বিতীয় সেশনে ১০ নম্বরে নেমে আকাশ দীপের ছক্কা এবং জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দরের শেষ লড়াইয়ে ভারত ১৫০ রান পার করে। ১ উইকেট হারিয়ে ১৬ রানে দিন শুরু করেছিল ভারত। আগের দিন ওয়াশিংটনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করেছিল তারা। কিন্তু অল্প পুঁজিতে আটকে দেওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তারা। পুনেতে স্যান্টনারের অন্য প্রান্ত থেকে বোলিং করে বাকি দুই উইকেট নিয়েছেন ফিলিপস। ৪৫.৩ ওভারে অলআউট হয় ভারত। জাদেজার সর্বোচ্চ ইনিংস বাদে ত্রিশ ছুঁয়ে আউট হয়েছেন শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল।

আজকের প্রত্যাশা/কেএমএএ