প্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই নতুন আইফোন দেখানোর রেওয়াজ রয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। এর মধ্যেই প্রযুক্তি পণ্যের বাজারে জোর গুঞ্জন রটেছে, স্যাটেলাইট সংযোগ সুবিধা থাকবে নতুন আইফোনে। ৭ সেপ্টেম্বরের ‘ফার আউট’ আয়োজনে অ্যাপল আইফোনের অন্তত চারটি নতুন সংস্করণ দেখাতে পারে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে। ২০১২ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসেই আইফোনের নতুন মডেল উন্মোচন করে আসছে অ্যাপল।
কথিত ‘আইফোন ১৪’ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে এর সম্ভাব্য স্যাটেলাইট সংযোগ ফিচার নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষক মিং চি কুওর কারণে। অ্যাপল নতুন আইফোনের উৎপাদনে যাওয়ার আগেই স্যাটেলাইট সংযোগের জন্য আনুসাঙ্গিক হার্ডওয়্যারের কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে বলে জানিয়েছেন তিনি। বাজারের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপল পণ্য ও সেবা নিয়ে ভবিষ্যদ্বাণী করেন কুও। আর তার প্রায় সব ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমাণিত হওয়ায় ‘ভেতরের গোপন তথ্যের’ সরবরাহকারী হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছেন এ বাজার বিশ্লেষক।
কুওর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, অ্যাপল স্যাটেলাইট সংযোগ সেবার কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করলেও ফিচারটি কবে নাগাদ আইফোনে যোগ হবে সেই ‘ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন’।
কুওর মতে, পুরো বিষয়টি নির্ভর করছে ‘অ্যাপল এবং অপারেটররা ব্যবসায়িক কাঠামো চূড়ান্ত করতে পারবে কি না তার ওপর’। তবে ফিচারটি এক সময় আইফোনে যোগ হবেই বলে বলে মনে করেন তিনি। ফিচারটি চালু হলে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাভারেজ নেই এমন এলাকা থেকেও স্যাটেলাইটের মাধ্যমে অন্তত টেক্সট মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। অন্যদিকে, ৭ সেপ্টেম্বরের ‘ফার আউট’ আয়োজনে অ্যাপল নতুন আইফোনের পাশাপাশি নতুন ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৮’ দেখাবে বলে প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্টরা। আর নতুন আইফোনে ‘নচলেস ডিসপ্লে’ থাকবে-এমন গুঞ্জনও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। আইফোনের ক্যামেরাতেও আপগ্রেড আসার গুঞ্জন রয়েছে। তবে, নতুন আইফোনের দাম আগের সংস্করণগুলোর চেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। সম্ভাব্য নতুন ফিচার আর দাম নিয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছিল সিনেট। তবে প্রযুক্তি জায়ান্টের কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পাননি এর সংবাদকর্মীরা।
স্যাটেলাইট সংযোগ পাচ্ছে নতুন আইফোন?
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ