বরিশাল সংবাদদাতা : সঠিক তথ্য-উপাত্ত না থাকা এবং একই পরিবারে একাধিক কার্ড থাকায় বরিশাল সিটি করপোরেশন ও জেলার ১০ উপজেলায় ৮০ হাজার ৪২৬টি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনে ৫৮ হাজার ৪২৬টি এবং ১০ উপজেলায় হচ্ছে ২২ হাজার কার্ড বাতিল হয়েছে। এদিকে, বরিশাল নগরীতে নতুন ৩১ হাজার ৫৭৪টি এবং ১০ উপজেলায় ১ লাখ ৭ হাজার টিসিবির স্মার্টকার্ড প্রস্তুত থাকলেও তা এখনও বিতরণ করা হয়নি।
এ কারণে এ মাসের পণ্যও ছাড়তে পারছে না টিসিবি। অপেক্ষা স্মার্টকার্ড বিতরণের। টিসিবির বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মণ্ডল বলেন, ‘সারা দেশের মতো বরিশাল সিটি করপোরেশন এবং জেলার ১০ উপজেলায় তথ্য-উপাত্ত সঠিক না থাকায় এবং একই পরিবারের নামে-বেনামে একাধিক কার্ড থাকায় তা বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে এখন যারা টিসিবির আওতাভুক্ত হবে তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তাদের নামে টিসিবির স্মার্টকার্ড ইস্যু হবে।’
তিনি আরও জানান, এবার আর একই পরিবারে একাধিক কার্ড থাকবে না। এমনকি যাদের ক্রয়ক্ষমতা রয়েছে তারা টিসিবির পণ্য পাবে না। ধাপে ধাপে এ কার্ড দেওয়া হবে। তবে এখনও কার্ড বিতরণ করা হয়নি। বিতরণের দায়িত্বে রয়েছে সিটি করপোরেশন। কার্ড বিতরণ করা হলে টিসিবি পণ্য বিতরণও শুরু হবে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘যারা কাউন্সিলরের দায়িত্বে রয়েছেন তারা টিসিবির কার্ড বিতরণ করবেন।’ কেন এখনও কার্ড বিতরণ করা হয়নি সে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।