ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

স্মরণ অনুষ্ঠানে বাইডেনকে আসতে ‘না’ ৯/১১ হামলায় হতাহতদের পরিবারের

  • আপডেট সময় : ০১:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা সম্পর্কিত যেসব গোপন নথি আছে তা যদি উন্মুক্ত না করা হয় তাহলে স্মরণ অনুষ্ঠানগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আসতে না করেছে হামলায় হতাহতদের পরিবার।
ডেমোক্র্যাট এ প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে পরিবারগুলোর প্রায় এক হাজার ৮০০ সদস্য ৯/১১ হামলা সংক্রান্ত গোপন নথি দ্রুত প্রকাশে আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গোপন নথিগুলোতে দুই দশক আগের হামলার ষড়যন্ত্রের সঙ্গে সৌদি আরবের কর্মকর্তারা যে জড়িত তা বেরিয়ে আসবে বলে সন্দেহ অনেকের। বিশ্বকে ঝাঁকুনি দেওয়া ওই ৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালিয়েছিল, যার সূত্র ধরে পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অভিযানের সূচনা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ একাধিক মার্কিন স্থাপনায় চালানো সেদিনের হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক।
হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের লেখা চিঠিতে স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনিসিলভানিয়ার যে ৩টি স্থানে হামলা হয়েছে সেগুলো থেকেও দূরে থাকতে বাইডেনকে অনুরোধ করা হয়েছে।
হতাহতদের পরিবারের সদস্যদের ধারণা, সৌদি কর্মকর্তারা ৯/১১ সম্বন্ধে আগে থেকেই অবগত ছিলেন, এবং হামলা ঠেকাতে তারা কিছুই করেননি।
এজন্য সৌদি সরকারের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছে তারা। গত মাসে এ মামলায় বেশ ক’জন সৌদি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও ওই কথোপকথন গোপন রাখা হয়েছে। এতে আরও ক্ষেপেছে নিহত ও আহতদের পরিবারগুলো।
রিয়াদ অবশ্য শুরু থেকেই ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে।
হতাহতদের পরিবারগুলো বলছে, বেশিরভাগ তদন্তেই হামলায় সৌদি কর্মকর্তাদের সায় থাকার বিষয়ে ইঙ্গিত মিলেছে। ‘একাধিক প্রশাসন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই সক্রিয়ভাবে চায় সেসব তথ্য গোপন থাকুক। তারা যুক্তরাষ্ট্রের জনগণকে ৯/১১ হামলা সম্পর্কে সব সত্য জানতে দিতে চায় না,’ বলেছে তারা।
বাইডেনের আগের তিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশের প্রশাসন ‘জাতীয় নিরাপত্তার’ দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৯/১১ সংক্রান্ত নথি প্রকাশে আপত্তি জানিয়েছিল।
‘২০ বছর পর, জাতীয় নিরাপত্তা বা অন্য যে কোনো কারণেই হোক, এসব তথ্য গোপন রাথার কোনো কারণ থাকতে পারে না। প্রেসিডেন্ট বাইডেন যদি তার দেওয়া প্রতিশ্রুতি ফিরিয়ে নেন এবং সৌদি সরকারের পাশে গিয়ে দাঁড়ান, আমরাও তাহলে ৯/১১ স্মরণ অনুষ্ঠানগুলোতে তার প্রশাসনের অংশগ্রহণের বিরোধিতা করে প্রকাশ্যে দাঁড়াতে বাধ্য হবো,’ চিঠিতে এমনটাই লিখেছেন হতাহতদের পরিবারের সদস্যরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্মরণ অনুষ্ঠানে বাইডেনকে আসতে ‘না’ ৯/১১ হামলায় হতাহতদের পরিবারের

আপডেট সময় : ০১:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা সম্পর্কিত যেসব গোপন নথি আছে তা যদি উন্মুক্ত না করা হয় তাহলে স্মরণ অনুষ্ঠানগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আসতে না করেছে হামলায় হতাহতদের পরিবার।
ডেমোক্র্যাট এ প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে পরিবারগুলোর প্রায় এক হাজার ৮০০ সদস্য ৯/১১ হামলা সংক্রান্ত গোপন নথি দ্রুত প্রকাশে আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গোপন নথিগুলোতে দুই দশক আগের হামলার ষড়যন্ত্রের সঙ্গে সৌদি আরবের কর্মকর্তারা যে জড়িত তা বেরিয়ে আসবে বলে সন্দেহ অনেকের। বিশ্বকে ঝাঁকুনি দেওয়া ওই ৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালিয়েছিল, যার সূত্র ধরে পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অভিযানের সূচনা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ একাধিক মার্কিন স্থাপনায় চালানো সেদিনের হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক।
হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের লেখা চিঠিতে স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনিসিলভানিয়ার যে ৩টি স্থানে হামলা হয়েছে সেগুলো থেকেও দূরে থাকতে বাইডেনকে অনুরোধ করা হয়েছে।
হতাহতদের পরিবারের সদস্যদের ধারণা, সৌদি কর্মকর্তারা ৯/১১ সম্বন্ধে আগে থেকেই অবগত ছিলেন, এবং হামলা ঠেকাতে তারা কিছুই করেননি।
এজন্য সৌদি সরকারের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছে তারা। গত মাসে এ মামলায় বেশ ক’জন সৌদি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও ওই কথোপকথন গোপন রাখা হয়েছে। এতে আরও ক্ষেপেছে নিহত ও আহতদের পরিবারগুলো।
রিয়াদ অবশ্য শুরু থেকেই ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে।
হতাহতদের পরিবারগুলো বলছে, বেশিরভাগ তদন্তেই হামলায় সৌদি কর্মকর্তাদের সায় থাকার বিষয়ে ইঙ্গিত মিলেছে। ‘একাধিক প্রশাসন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই সক্রিয়ভাবে চায় সেসব তথ্য গোপন থাকুক। তারা যুক্তরাষ্ট্রের জনগণকে ৯/১১ হামলা সম্পর্কে সব সত্য জানতে দিতে চায় না,’ বলেছে তারা।
বাইডেনের আগের তিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশের প্রশাসন ‘জাতীয় নিরাপত্তার’ দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৯/১১ সংক্রান্ত নথি প্রকাশে আপত্তি জানিয়েছিল।
‘২০ বছর পর, জাতীয় নিরাপত্তা বা অন্য যে কোনো কারণেই হোক, এসব তথ্য গোপন রাথার কোনো কারণ থাকতে পারে না। প্রেসিডেন্ট বাইডেন যদি তার দেওয়া প্রতিশ্রুতি ফিরিয়ে নেন এবং সৌদি সরকারের পাশে গিয়ে দাঁড়ান, আমরাও তাহলে ৯/১১ স্মরণ অনুষ্ঠানগুলোতে তার প্রশাসনের অংশগ্রহণের বিরোধিতা করে প্রকাশ্যে দাঁড়াতে বাধ্য হবো,’ চিঠিতে এমনটাই লিখেছেন হতাহতদের পরিবারের সদস্যরা।