প্রযুক্তি ডেস্ক : এক বছর আগে গুগল জানিয়েছিল দুর্বল পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেবে অ্যাসিসট্যান্ট। সম্প্রতি পাওয়া গেলো সেই প্রতিশ্রুতির ফল। অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, ক্রোম এবং অ্যান্ড্রয়েডে অ্যাসিট্যান্টের এই সতর্কতা আরও বড় পরিসরে এসেছে। এখন কোনও সাইটে সাইন ইন করার সময় কম্প্রোমাইজড পাসওয়ার্ড ব্যবহার করার পর ব্যবহারকারী পাসওয়ার্ড পরিবর্তনের সতর্কতা বার্তা পাবেন। একে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকছে।
এনগেজেট জানায়, গুগলের ওয়েব সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা হবে। একে শিখিয়ে দেওয়া হয়েছে কীভাবে ক্লিক, স্ক্রল এবং ফর্ম পূরণ করতে হবে।
এনগেজেট আরও জানায়, ফিচারটি আপাতত সব ওয়েব সাইটে কাজ করবে না। যেহেতু ফিচারটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গুগল আই/ও-তে, গত মে মাসে। আপাতত অল্প কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবেন। পুরোপুরি চালু হওয়ার সময় এটিকে আরও উন্নত করা হবে।
স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড বদলাবে গুগল অ্যাসিসট্যান্ট
                                 ট্যাগস :  
                                                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                 
																			 
										
























