ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

স্বৈরশাসকদের মতো কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত: বিএনপি নেতা রিপন

  • আপডেট সময় : ০৫:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে। তাদের আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে সরকার বাংলাদেশের পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিল, যারা সংস্কারের কথা বলেছিল। তারা এখন স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বিগত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, কেউ একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন তাহলে সংস্কারের যে এজেন্ডা ও লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যে সব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাব। তা নাহলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।

এ সময় পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

স্বৈরশাসকদের মতো কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত: বিএনপি নেতা রিপন

আপডেট সময় : ০৫:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে। তাদের আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে সরকার বাংলাদেশের পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিল, যারা সংস্কারের কথা বলেছিল। তারা এখন স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বিগত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, কেউ একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন তাহলে সংস্কারের যে এজেন্ডা ও লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যে সব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাব। তা নাহলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।

এ সময় পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।