ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

  • আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে।
গুরুতর অসুস্থ নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ১২ জুন রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। পরে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে।
গুরুতর অসুস্থ নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ১২ জুন রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। পরে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু।