অর্থ-বাণিজ্য ডেস্ক : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে।নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম এম.পি. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের কাছে গত শনিবার (০৮ অক্টোবর)আনুষ্ঠনিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র মো. আবু নাসের দুলাল ও সেনবাগ থানার ওসি ইকবাল এইচ পাটোয়ারীসহ স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।