ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

স্বামী বকা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

  • আপডেট সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বকাবকিতে মনিরা খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার প্রেমিক শাহ আলম (২২)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বুধহাটা বাজারে প্রেমিক শাহ আলমের সঙ্গে ঈদের কেনাকাটা করেন মনিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারেন মনিরার শ্বাশুড়ি, যা তিনি তার ছেলেকে জানান। তবে আল-আমিন বিষয়টিতে গুরুত্ব দেননি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা ও শাহ আলম একসঙ্গে বুধহাটা বাজারে গিয়ে ঈদের পোশাক কিনে বাড়ি ফেরেন। এ সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে চাইলে মনিরার সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনিরা। এ ঘটনায় মনিরার প্রেমিক শাহ আলম খবর পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মনিরার স্বামী আল-আমিন বলেন, আমার স্ত্রীর সঙ্গে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। তারা একসঙ্গে ঈদের বাজার করে বাড়ি ফিরলে আমি জানতে চাই। এরপর সে আত্মহত্যা করে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী বকা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

আপডেট সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বকাবকিতে মনিরা খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার প্রেমিক শাহ আলম (২২)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বুধহাটা বাজারে প্রেমিক শাহ আলমের সঙ্গে ঈদের কেনাকাটা করেন মনিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারেন মনিরার শ্বাশুড়ি, যা তিনি তার ছেলেকে জানান। তবে আল-আমিন বিষয়টিতে গুরুত্ব দেননি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা ও শাহ আলম একসঙ্গে বুধহাটা বাজারে গিয়ে ঈদের পোশাক কিনে বাড়ি ফেরেন। এ সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে চাইলে মনিরার সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনিরা। এ ঘটনায় মনিরার প্রেমিক শাহ আলম খবর পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মনিরার স্বামী আল-আমিন বলেন, আমার স্ত্রীর সঙ্গে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। তারা একসঙ্গে ঈদের বাজার করে বাড়ি ফিরলে আমি জানতে চাই। এরপর সে আত্মহত্যা করে।