চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে গৃহবধূ হত্যার ঘটনায় সীতাকু- থেকে তার স্বামী মোজাম্মেল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকু- থানার ভাটিয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাম্মেল হোসেন চট্টগ্রামের সাতকানিয়া থানার কেউচিয়া গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। গতকাল রোববার সকালে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে ২০ জুলাই সকালে হাটহাজারীর মেখল রোড এলাকার একটি বাসা থেকে ঘাড় মটকানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ২ বছর আগে পরিবারের লোকজনকে না জানিয়ে তারা বিয়ে করে চট্টগ্রাম শহরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।