ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

  • আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক গৃহবধূ দলবদ্ধধর্ষণের শিকার হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল স্টেশনের পাশে স্বামীর সামনেই তিনি এ ঘটনার শিকার হন। পরে ৯৯৯ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে ঘোড়াশাল স্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের এক নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ৯৯৯-এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচদোনা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে।

জহিরুল ইসলাম আরও জানান, ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষকরা ভয়ভীতি দেখিয়ে একটি রিকশায় তুলে দিয়ে তাকে পাঁচদোনার দিকে চলে যেতে বলে। গৃহবধূকে উদ্ধার করার পর তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেক ধর্ষকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রবিবার সকালে ভিকটিম ও গ্রেপ্তারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক গৃহবধূ দলবদ্ধধর্ষণের শিকার হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল স্টেশনের পাশে স্বামীর সামনেই তিনি এ ঘটনার শিকার হন। পরে ৯৯৯ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে ঘোড়াশাল স্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের এক নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ৯৯৯-এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচদোনা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে।

জহিরুল ইসলাম আরও জানান, ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষকরা ভয়ভীতি দেখিয়ে একটি রিকশায় তুলে দিয়ে তাকে পাঁচদোনার দিকে চলে যেতে বলে। গৃহবধূকে উদ্ধার করার পর তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেক ধর্ষকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রবিবার সকালে ভিকটিম ও গ্রেপ্তারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।