বিনোদন ডেস্ক: হলিউডের অভিনয় শিল্পী দম্পতি মেরিল স্ট্রিপ ও ডন গামার আর একসাথে থাকেন না। গত ছয় বছর ধরে আলাদা থাকছেন তারা। সিএনএন বলছে, তিনবারের অস্কার জয়ী মেরিল স্ট্রিপের একজন প্রতিনিধি বলেছেন, স্ট্রিপ ও গামার গত ছয় বছর ধরে এক ছাদের নিচে বসবাস না করলেও তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রয়েছে এবং তারা নিজেরাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে স্ট্রিপ ও গামারের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কীনা সে বিষয়ে সংবাদমাধ্যমে কোনো খবর আসেনি। ১৯৭৮ সালে বিয়ে করা স্ট্রিপ ও গামারের ৪৫তম বিবাহ বার্ষিকী গেছে গত মাসে। ২০১৮ সালের অস্কার অনুষ্ঠানে শেষবারে মত এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। এরপর গত পাঁচ বছরে স্ট্রিপ-গামারকে একসঙ্গে দেখা না গেলেও তাদের আলাদা থাকার খবর জানা যায়নি ঘূণাক্ষরে। ডন গামারের সঙ্গে স্ট্রিপের পরিচয় ১৯৭৮ সালে। ওই আলাপের কিছুদিন আগেই স্ট্রিপ তার প্রথম স্বামী জন ক্যাজলকে হারিয়েছিলেন। গামারের সঙ্গে স্ট্রিপের পরিচয় প্রণয়ে রূপ নেয় দ্রুত। তারা বিয়ে সারেন ১৯৭৮ সালে। ২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর স্ট্রিপ অস্কার মঞ্চে দাঁড়িয়ে তার সাফল্যের পেছনে গামারের অবদানের কথা তুলে ধরেন। সেসময় স্ট্রিপের ভাষ্য ছিল, গামার তাকে যা দিয়েছেন, তার মূল্য নির্ণয় করার ক্ষমতা তার নেই। এই দম্পতির তিন ও এক ছেলে রয়েছে।
স্বামীর সংসার থেকে ৬ বছর ধরে আলাদা মেরিল স্ট্রিপ
স্বামীর সংসার থেকে ৬ বছর ধরে আলাদা মেরিল স্ট্রিপ
জনপ্রিয় সংবাদ


























