ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

স্বামীবাগের সেই বাড়িতে ‘রাষ্ট্রবিরোধী চক্রান্তকারী’ সন্দেহে আটক ৫

  • আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র‌্যাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল। এরপর ওই বাসায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘আটকরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আগামীকাল (আজ) বিস্তারিত জানানো হবে।’
র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারজানা হক জানান, সন্দেহজনক হিসেবে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাসা ঘিরে রাখেন র‌্যাব-৩ এর সদস্যরা। র‌্যাব সদরদপ্তরের কর্মকর্তারা এসে অভিযান শুরু করেন। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামীবাগের সেই বাড়িতে ‘রাষ্ট্রবিরোধী চক্রান্তকারী’ সন্দেহে আটক ৫

আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র‌্যাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল। এরপর ওই বাসায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘আটকরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আগামীকাল (আজ) বিস্তারিত জানানো হবে।’
র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারজানা হক জানান, সন্দেহজনক হিসেবে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাসা ঘিরে রাখেন র‌্যাব-৩ এর সদস্যরা। র‌্যাব সদরদপ্তরের কর্মকর্তারা এসে অভিযান শুরু করেন। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।