ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

স্বাধীনতা দিবসে ‘দুঃসাহসী খোকা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

  • আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দিবসটিকে কেন্দ্র করে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবারের স্বাধীনতা দিবসের দুপুরে চ্যানেল আই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দুঃসাহসী খোকা’। আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। তবে গুলজার তুলে এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘দুঃসাহসী খোকা’।
কেন এই প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র? চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে গুলজার বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, মাহমুদা মাহা, আমান রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, শফিউল আলম বাবু, জাহিদ হোসেন শোভন, এলিনা শাম্মী প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে ‘দুঃসাহসী খোকা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দিবসটিকে কেন্দ্র করে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবারের স্বাধীনতা দিবসের দুপুরে চ্যানেল আই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দুঃসাহসী খোকা’। আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। তবে গুলজার তুলে এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘দুঃসাহসী খোকা’।
কেন এই প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র? চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে গুলজার বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, মাহমুদা মাহা, আমান রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, শফিউল আলম বাবু, জাহিদ হোসেন শোভন, এলিনা শাম্মী প্রমুখ।