ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার চালের বাজারে

  • আপডেট সময় : ০৭:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সংবাদদাতা : এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সকল প্রকার চালের দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। নতুন চাল বাজারে আসলে আরও দাম কমবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে মিল মালিকরা বলছেন, বাজারে নতুন চাল শেষ হবার আগেই সরকারকে আমদানি করতে হবে। তা না হলে চালের বাজার আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি ৬ থেকে ১০ টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৬ টাকায় যা ছিলো ৮৬ টাকা। কাজল লতা ৭৬ থেকে কমে বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। আঠাশ ৬৪ টাকা থেকে ৫৮ টাকায়।

মোটা চাল প্রতি কেজি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে আগের দামেই বিক্রি হচ্ছে কাটারী চাল ৮২ টাকা ও নাজিরশাইল ৮৮ থেকে ৯০ টাকায়। খুচরা ব্যবসায়ী আব্দুল আলিম সারাবাংলাকে বলেন, এখন চালের ভরা মৌসুম কয়েকটি বাদে সকল প্রকার চাল কেজিতে ৬ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীরা আশা করছি ধান উঠলে চালের দাম আরও কমে যাবে। দাম কমায় সন্তোষ প্রকাশ করে চাল ক্রেতা আজিজুল রহমান সারাবাংলাকে বলেন, গত কয়েক দিন বাজারে চালের দাম কমেছে। এখন সরকারি কর্মকর্তাদের বাজার মনিটরিং করতে হবে। যাতে করে আবার হঠাৎ করে চালের দাম বেড়ে না যায়। কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক জয়নুল আবেদীন প্রধান সারাবাংলাকে বলেন, মিলগেটে চালের ৫০ কেজির বস্তা প্রতি কমেছে ৪০০ টাকা।

যেমন- মিনিকেট চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২ হাজার ১০০ টাকায় আর বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ টাকায়। তিনি আরও বলেন, নতুন ধান উঠেছে সেজন্য চালের দাম কম। এই চাল বাজারে শেষ হবার আগেই সরকারকে চাল আমদানি করতে হবে নাহলে বাজার আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার চালের বাজারে

আপডেট সময় : ০৭:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কুষ্টিয়া সংবাদদাতা : এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সকল প্রকার চালের দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। নতুন চাল বাজারে আসলে আরও দাম কমবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে মিল মালিকরা বলছেন, বাজারে নতুন চাল শেষ হবার আগেই সরকারকে আমদানি করতে হবে। তা না হলে চালের বাজার আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি ৬ থেকে ১০ টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৬ টাকায় যা ছিলো ৮৬ টাকা। কাজল লতা ৭৬ থেকে কমে বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। আঠাশ ৬৪ টাকা থেকে ৫৮ টাকায়।

মোটা চাল প্রতি কেজি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে আগের দামেই বিক্রি হচ্ছে কাটারী চাল ৮২ টাকা ও নাজিরশাইল ৮৮ থেকে ৯০ টাকায়। খুচরা ব্যবসায়ী আব্দুল আলিম সারাবাংলাকে বলেন, এখন চালের ভরা মৌসুম কয়েকটি বাদে সকল প্রকার চাল কেজিতে ৬ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীরা আশা করছি ধান উঠলে চালের দাম আরও কমে যাবে। দাম কমায় সন্তোষ প্রকাশ করে চাল ক্রেতা আজিজুল রহমান সারাবাংলাকে বলেন, গত কয়েক দিন বাজারে চালের দাম কমেছে। এখন সরকারি কর্মকর্তাদের বাজার মনিটরিং করতে হবে। যাতে করে আবার হঠাৎ করে চালের দাম বেড়ে না যায়। কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক জয়নুল আবেদীন প্রধান সারাবাংলাকে বলেন, মিলগেটে চালের ৫০ কেজির বস্তা প্রতি কমেছে ৪০০ টাকা।

যেমন- মিনিকেট চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২ হাজার ১০০ টাকায় আর বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ টাকায়। তিনি আরও বলেন, নতুন ধান উঠেছে সেজন্য চালের দাম কম। এই চাল বাজারে শেষ হবার আগেই সরকারকে চাল আমদানি করতে হবে নাহলে বাজার আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।