আন্তর্জাতিক ডেস্ক : কিছুটা হলেও স্বস্তি ফিরল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো আগামী বছরের বাজেটে ১২টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬০০ কোটি ডলারের বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে।
কুটনীতিকরা বলছেন, এর ফলে শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো। ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে।
আনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার সাধারণ পরিষদে এই বাজেট অনুমোদিত হবে। আগেই জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা পরামর্শ দিয়েছিলেন, ৩০ জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত না হলে যেন আপদকালীন পরিকল্পনা প্রস্তুত রাখা হয়।
কোনও কোনও কূটনীতিক বলছেন, আলোচনার প্রক্রিয়ায় পরিবর্তন, পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। বিশ্বে শান্তিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান সব চেয়ে বেশি, মোট বাজেটের প্রায় ২৮ শতাংশ। এরপর চীনের ১৫.২ শতাংশ ও জাপানের অনুদান ৮.৫ শতাংশ।
জাতিসংঘের চলমান শান্তিরক্ষী মিশনগুলোর বেশির ভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পরিচালিত হচ্ছে।
স্বস্তি ফিরল শান্তিরক্ষা মিশনে, ৬০০ কোটি ডলারের বাজেটে সহমত
ট্যাগস :
স্বস্তি ফিরল শান্তিরক্ষা মিশনে
জনপ্রিয় সংবাদ