বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। কাজ করেছেন বড় পর্দায়ও। কয়েক বছর আগেও সারাবছর বিভিন্ন চ্যানেলে প্রচারিত হতো তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। কিন্তু সেই ধারাবাহিকতা এখন নেই। বিভিন্ন কারণে অভিনয় থেকে নিয়েছিলেন বিরতি। সেই বিরতি কাটিয়ে স্বরূপে ফিরছেন অহনা। আবারও তিনি ব্যস্ত হয়ে পড়েছেন নাটকে। কাজ করছেন ঈদ নাটকে। আসন্ন কোরবানির ঈদের একাধিক নাটকের কাজ এরইমধ্যে তিনি শেষ করেছেন। নাটকগুলোর মধ্যে রয়েছে নিয়াজ মাহবুবের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘ড্রিম টেরেস’, মহিন খানের ‘ক্র্যাশ যখন বিয়াইন’, রিফাত আদনান পাপনের ‘পালাবে কোথায়’। এছাড়া কয়েক দিনের মধ্যে প্রচারে আসবে তার অভিনীত ‘ডেয়ারিং বউ’ নামের একটি নাটক। এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। অহনা বলেন, ‘একটা সময় আমার অভিনীত অনেক ধারাবাহিক প্রচার হতো। পরে নিজে থেকেই ধারাবাহিকে অভিনয় বন্ধ করে দিই। এখন শুধু একক নাটকে কাজ করি। আগামী ঈদে ভালো গল্পের কিছু কাজ আসছে আমার। সেগুলো দর্শকের জন্য চমক হিসেবে থাকবে।’ ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও অহনা অভনীত একাধিক ছবি প্রশংসা কুড়িয়েছে। এই অভিনেত্রী জানান, ভালো গল্প আর চরিত্র পেলে বড় পর্দায় ফেরারও ইচ্ছা রয়েছে তার। আপাতত তিনি ঈদকে সামনে রেখে কর্মপরিকল্পনা সাজাচ্ছেন।