নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু। এখন পর্যন্ত এই আসনে ৬৫ কেন্দ্রের ফল পাওয়া গেছে। ফলাফলে দেখা যায়, আসাদুজ্জামান খান পেয়েছেন ৪৪ হাজার ৪০৫ ভোট এবং খোরশেদ আলম খুশু এক হাজার ৪৪ ভোট পেয়েছেন। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- আম প্রতীকে শাহীন খান, টেলিভিশন প্রতীকে মো. আতিকুর রহমান নাজিম, মোমবাতি প্রতীকে মুহাম্মদ আব্দুল হাকিম ও সোনালী আঁশ প্রতীকে মো. নাঈম হাসান।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। এবার সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়েছে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়। ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া, চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২ জন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৪ ভাগের এক ভাগ ভোটও পায়নি লাঙ্গল
জনপ্রিয় সংবাদ