ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

স্প্যাম ঠেকাতে ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছল মেটা

  • আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: স্প্যাম ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে ফেসবুক থেকে এক কোটি প্রোফাইল মুছেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

সোমবার (১৪ জুলাই) কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় ১ কোটি প্রোফাইল সরিয়েছে তারা, যেগুলো বড় কনটেন্ট নির্মাতাদের নকল করে তৈরি হয়েছিল। ‘অতিরিক্ত স্প্যাম কনটেন্ট’ ঠেকানোর অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল কোম্পানিটি।

এ কঠোর পদক্ষেপ মেটার বড় একটি উদ্যোগের অংশ, যার লক্ষ্য হচ্ছে ফেসবুক ফিডকে আরো প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা। এজন্য ‘স্প্যাম সংশ্লিষ্ট’ আচরণের সঙ্গে জড়িত সকল অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ও তা সরিয়ে দিচ্ছে মেটা, বিশেষ করে যেসব অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট পোস্ট করে তাদের বেলায় বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এ উদ্যোগের অংশ হিসেবে এক ব্লগ পোস্টে মেটা বলেছে, কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন মৌলিক পোস্টের জন্য সমর্থন যোগাতে নতুন নীতিমালা চালু করছে তারা।

ফেসবুক বলেছে, প্রায় পাঁচ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কোম্পানিটি, যেগুলোকে অসদাচরণ ও স্প্যাম ছড়ানোর সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে মেটা। এ ব্যবস্থার মধ্যে রয়েছে কমেন্টের গুরুত্ব কমিয়ে আনা ও কনটেন্টের বিস্তার বা পরিসর সীমিত করা।

মেটা বলেছে, অমৌলিক কনটেন্ট বলতে এমন ছবি বা ভিডিও বোঝানো হয়, যেগুলো অন্য কারও তৈরি কিন্তু মূল নির্মাতাকে কৃতিত্ব না দিয়েই পুনরায় ব্যবহার হয়েছে। এখন তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে, যা নকল বা ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করতে পারে। ফলে সেই ধরনের কনটেন্টের প্রকাশ বা ছড়িয়ে পড়াও কমিয়ে দেবে তারা।

স্প্যাম ও অমৌলিক কনটেন্টের বিরুদ্ধে মেটার এ পদক্ষেপটি এমন সময়ে এল যখন কোম্পানিটি এআইতে বিনিয়োগ বাড়াচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

এদিকে, সোমবার এক ঘোষণায় মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, আগামী বছর নিজেদের প্রথম সুপারক্লাস্টার চালুর লক্ষ্যে এআই কম্পিউটিং অবকাঠামোয় ‘শত শত কোটি ডলার’ খরচের পরিকল্পনা করছে কোম্পানিটি।

এ ঘোষণা এমন এক সময়ে এল যখন এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরির কাজটি সহজ হয়ে উঠেছে। বর্তমানে ‘এআই শপ’ নামে পরিচিত স্প্যাম ও নি¤œমানের কনটেন্টের বেড়ে যাওয়া রোধে মেটার পাশাপাশি পদক্ষেপ নিচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

স্প্যাম ঠেকাতে ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছল মেটা

আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

প্রযুক্তি ডেস্ক: স্প্যাম ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে ফেসবুক থেকে এক কোটি প্রোফাইল মুছেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

সোমবার (১৪ জুলাই) কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় ১ কোটি প্রোফাইল সরিয়েছে তারা, যেগুলো বড় কনটেন্ট নির্মাতাদের নকল করে তৈরি হয়েছিল। ‘অতিরিক্ত স্প্যাম কনটেন্ট’ ঠেকানোর অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল কোম্পানিটি।

এ কঠোর পদক্ষেপ মেটার বড় একটি উদ্যোগের অংশ, যার লক্ষ্য হচ্ছে ফেসবুক ফিডকে আরো প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা। এজন্য ‘স্প্যাম সংশ্লিষ্ট’ আচরণের সঙ্গে জড়িত সকল অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ও তা সরিয়ে দিচ্ছে মেটা, বিশেষ করে যেসব অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট পোস্ট করে তাদের বেলায় বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এ উদ্যোগের অংশ হিসেবে এক ব্লগ পোস্টে মেটা বলেছে, কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন মৌলিক পোস্টের জন্য সমর্থন যোগাতে নতুন নীতিমালা চালু করছে তারা।

ফেসবুক বলেছে, প্রায় পাঁচ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কোম্পানিটি, যেগুলোকে অসদাচরণ ও স্প্যাম ছড়ানোর সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে মেটা। এ ব্যবস্থার মধ্যে রয়েছে কমেন্টের গুরুত্ব কমিয়ে আনা ও কনটেন্টের বিস্তার বা পরিসর সীমিত করা।

মেটা বলেছে, অমৌলিক কনটেন্ট বলতে এমন ছবি বা ভিডিও বোঝানো হয়, যেগুলো অন্য কারও তৈরি কিন্তু মূল নির্মাতাকে কৃতিত্ব না দিয়েই পুনরায় ব্যবহার হয়েছে। এখন তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে, যা নকল বা ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করতে পারে। ফলে সেই ধরনের কনটেন্টের প্রকাশ বা ছড়িয়ে পড়াও কমিয়ে দেবে তারা।

স্প্যাম ও অমৌলিক কনটেন্টের বিরুদ্ধে মেটার এ পদক্ষেপটি এমন সময়ে এল যখন কোম্পানিটি এআইতে বিনিয়োগ বাড়াচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

এদিকে, সোমবার এক ঘোষণায় মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, আগামী বছর নিজেদের প্রথম সুপারক্লাস্টার চালুর লক্ষ্যে এআই কম্পিউটিং অবকাঠামোয় ‘শত শত কোটি ডলার’ খরচের পরিকল্পনা করছে কোম্পানিটি।

এ ঘোষণা এমন এক সময়ে এল যখন এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরির কাজটি সহজ হয়ে উঠেছে। বর্তমানে ‘এআই শপ’ নামে পরিচিত স্প্যাম ও নি¤œমানের কনটেন্টের বেড়ে যাওয়া রোধে মেটার পাশাপাশি পদক্ষেপ নিচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মও।