প্রযুক্তি ডেস্ক : নিজস্ব ‘ভয়েস’ সেবায় ‘সাসপেক্টেড স্প্যাম কলার’ নামে লাল রঙের একটি সতর্কবার্তা সংযোজনের ঘোষণা দিয়েছে গুগল।
গত বৃহস্পতিবারের এক পোস্টে গুগল বলছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গতানুগতিক ফোন অ্যাপে থাকা উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এইসব ‘স্প্যাম’ শনাক্ত করা যাচ্ছে। ভয়েস সেবায় ‘স্প্যাম লেবেল’ চালু হলে, কোনো কল আসলেই স্প্যাম কি না, ব্যবহারকারী সেটি নিশ্চিত করার সুযোগ পাবেন। এমন ঘটলে, ভবিষ্যতে ওই নাম্বার থেকে আসা কলগুলো চলে যাবে ব্যবহারকারীর ভয়েসমেইলে। অন্যথায়, ওই নাম্বার থেকে আসা ভবিষ্যতের কোনো কলে লেবেল থাকবে না। বেশ কিছু বছর ধরে গুগল ভয়েসে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কল ফিল্টার ও ফোন ধরার আগে ‘স্ক্রিন কল’-এর সুবিধা মিললেও, সেগুলো সম্ভবত তেমন ভালো ছিল না। অনেকের ফোনে অপরিচিত নাম্বার থেকেও গুরুত্বপূর্ণ কল আসাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। গুগল বলছে, স্বয়ংক্রিয় ‘স্প্যাম লেবেলিং’ ব্যবস্থা চালু করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংয়ে থাকা সিকিউরিটি অপশনে গিয়ে ‘ফিল্টার স্প্যাম’ ফিচারটি বন্ধ করতে হবে। স্প্যাম মোকাবেলায় ভয়েস ব্যবহারকারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি ‘ভালো’ হিসেবে বিবেচিত হলেও, বর্তমানে গুগল পিক্সেল ফোনে থাকা কয়েকটি উন্নতমানের ফিচারে পাওয়া সুবিধা তুলনামূলক বেশি। বিশেষ করে, ‘কল স্ক্রিনিংয়ের’ জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট-এর মতো সফটওয়্যার রাখার পাশাপাশি ব্যবহারকারীর প্রতিক্রিয়া বাছাইয়ের সুবিধাকে ‘বড় এক আশির্বাদ’ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। তবে, গুগলের যে সেবাটি অনেকেই বিনামূল্যে ব্যবহার করছেন, সেখানে এমন এক ফ্ল্যাগশিপ ফিচার চালুর সম্ভাবনা নেই বললেই চলে। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গুগল ভয়েস অ্যাকাউন্ট থাকা সকলের কাছেই আসবে ফিচারটি। আর এটি চালু হতে সময় লাগতে পারে বৃহস্পতিবার থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত। এর মানে, ১৩ জানুয়ারি থেকে ব্যবহারকারীরা এটি দেখতে পাবেন।
স্প্যাম কল এলে ‘সতর্ক করে দেবে’ গুগল ভয়েস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ