ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

স্পেসএক্সের স্যাটেলাইট পরিকল্পনা বহাল রাখল মার্কিন আদালত

  • আপডেট সময় : ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :মহাকাশ-ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সবার কাছে পৌঁছাতে পৃথিবীর কক্ষপথে স্পেসএক্সের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০২১ সালে স্পেসএক্সকে দুই হাজার আটশ ২৪টি স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছিল ‘ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)’।
এফসিসি’র ওই সিদ্ধান্তকে তখন চ্যালেঞ্জ করেছিল দুই প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘ভায়াস্যাট ইনকর্পোরেটেড’ এবং ‘ডিশ নেটওয়ার্ক কর্পোরেশন’। “মহাকাশ নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা দুটো ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত।”– শুক্রবার আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জানিয়েছে ভায়াস্যাট।
“পৃথিবীর কক্ষপথে এই সব স্যাটেলাইট স্থাপনের ত্রুটিগত সমস্যাগুলো যদি আদালত এফসিসিকে তুলে ধরতে বাধ্য করত, তাহলে বেশ কয়েক দশক বা শতাব্দী ধরে চলতে পারে এমন ক্ষতিকর প্রভাবগুলো এড়ানো যেত।”
আদালতে দাখিল করা নথিতে ভায়াস্যাট উল্লেখ করেছিল, স্পেসএক্সের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনাটি ব্যপক। ওই তুলনায় সমগ্র মানব ইতিহাসে সর্বমোট উৎক্ষেপণ হয়েছে আনুমানিক ১০ হাজার স্যাটেলাইট। আদালতের রায় অনুযায়ী, ভায়াস্যাট কেবল একটি স্যাটেলাইট পরিচালনা করে যা স্পেসএক্সের স্থাপনার কাছাকাছি অবস্থান করে। এ ছাড়া, স্যাটেলাইগুলোর সংঘর্ষ হওয়ার ধারণাকে কেবল অনুমান সাপেক্ষ বলে উল্লেখ রয়েছে রায়ে।
ডিশ বলছে, টেলিভিশন পরিষেবায় কোনো বাধা দিতে পারবে না স্পেসএক্স এবং অন্যান্য অপারেটর। এ ছাড়া, এফসিসি’র আইনেও কোনো পরিবর্তন আসেনি। “আমরা এটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব যে, স্পেসএক্সের কার্যক্রম যেন আমাদের লাখ লাখ স্যাটেলাইট গ্রাহকের ক্ষতি না করে।” –বলেছে ডিশ।
এই প্রসঙ্গে রয়টার্স স্পেসএক্সের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
গত বৃহস্পতিবার মার্কিন মোবাইল সেবাদাতা কোম্পানি টি-মোবাইল বলেছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি অংশের মোবাইল ব্যবহারকারীদের নেটওয়ার্কিং সেবা দিতে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করবে তারা। ব্যবহারকারীর ফোনের সঙ্গে সরাসরি স্যাটেলাইট সংযোগের পরিকল্পনা রয়েছে তাদের। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের নতুন এই পরিকল্পনার সঙ্গে মিলবে টি-মোবাইলের সেলুলার পরিষেবাও। ২০১৯ সাল থেকে পৃথিবীর কক্ষপথে প্রায় তিন হাজার স্যাটেলাইট পাঠিয়ে প্রতিদ্বন্দ্বী ওয়ানওয়েব এবং অ্যামাজনের ‘প্রোজেক্ট কুইপার’কে সহজেই ছাড়িয়ে গেছে স্পেসএক্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্পেসএক্সের স্যাটেলাইট পরিকল্পনা বহাল রাখল মার্কিন আদালত

আপডেট সময় : ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

প্রযুক্তি ডেস্ক :মহাকাশ-ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সবার কাছে পৌঁছাতে পৃথিবীর কক্ষপথে স্পেসএক্সের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০২১ সালে স্পেসএক্সকে দুই হাজার আটশ ২৪টি স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছিল ‘ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)’।
এফসিসি’র ওই সিদ্ধান্তকে তখন চ্যালেঞ্জ করেছিল দুই প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘ভায়াস্যাট ইনকর্পোরেটেড’ এবং ‘ডিশ নেটওয়ার্ক কর্পোরেশন’। “মহাকাশ নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা দুটো ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত।”– শুক্রবার আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জানিয়েছে ভায়াস্যাট।
“পৃথিবীর কক্ষপথে এই সব স্যাটেলাইট স্থাপনের ত্রুটিগত সমস্যাগুলো যদি আদালত এফসিসিকে তুলে ধরতে বাধ্য করত, তাহলে বেশ কয়েক দশক বা শতাব্দী ধরে চলতে পারে এমন ক্ষতিকর প্রভাবগুলো এড়ানো যেত।”
আদালতে দাখিল করা নথিতে ভায়াস্যাট উল্লেখ করেছিল, স্পেসএক্সের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনাটি ব্যপক। ওই তুলনায় সমগ্র মানব ইতিহাসে সর্বমোট উৎক্ষেপণ হয়েছে আনুমানিক ১০ হাজার স্যাটেলাইট। আদালতের রায় অনুযায়ী, ভায়াস্যাট কেবল একটি স্যাটেলাইট পরিচালনা করে যা স্পেসএক্সের স্থাপনার কাছাকাছি অবস্থান করে। এ ছাড়া, স্যাটেলাইগুলোর সংঘর্ষ হওয়ার ধারণাকে কেবল অনুমান সাপেক্ষ বলে উল্লেখ রয়েছে রায়ে।
ডিশ বলছে, টেলিভিশন পরিষেবায় কোনো বাধা দিতে পারবে না স্পেসএক্স এবং অন্যান্য অপারেটর। এ ছাড়া, এফসিসি’র আইনেও কোনো পরিবর্তন আসেনি। “আমরা এটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব যে, স্পেসএক্সের কার্যক্রম যেন আমাদের লাখ লাখ স্যাটেলাইট গ্রাহকের ক্ষতি না করে।” –বলেছে ডিশ।
এই প্রসঙ্গে রয়টার্স স্পেসএক্সের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
গত বৃহস্পতিবার মার্কিন মোবাইল সেবাদাতা কোম্পানি টি-মোবাইল বলেছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি অংশের মোবাইল ব্যবহারকারীদের নেটওয়ার্কিং সেবা দিতে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করবে তারা। ব্যবহারকারীর ফোনের সঙ্গে সরাসরি স্যাটেলাইট সংযোগের পরিকল্পনা রয়েছে তাদের। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের নতুন এই পরিকল্পনার সঙ্গে মিলবে টি-মোবাইলের সেলুলার পরিষেবাও। ২০১৯ সাল থেকে পৃথিবীর কক্ষপথে প্রায় তিন হাজার স্যাটেলাইট পাঠিয়ে প্রতিদ্বন্দ্বী ওয়ানওয়েব এবং অ্যামাজনের ‘প্রোজেক্ট কুইপার’কে সহজেই ছাড়িয়ে গেছে স্পেসএক্স।