ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

স্পেন স্কোয়াড থেকে বাদ পড়লেন ডি গিয়া

  • আপডেট সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য স্পেন দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তার পরিবর্তে কোচ লুইস এনরিকের বিবেচনায় বিস্ময়করভাবে দলে ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক ডেভিড রায়া। ২০২০ সালের অক্টোবরের পর থেকে ডি গিয়া জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। তবে নভেম্বরে তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ইউনাইটেডের হয়ে এবারের মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন ডি গিয়া। ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবে হয়ত ডি গিয়াকে নিয়ে সংশয় রয়েছে এনরিকের।
আর সেই বিষয়টিই তিনি দল ঘোষণার সময় সামনে নিয়ে এসে রায়ার সম্পর্কে সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, দীর্ঘদিন ধরে রায়া বেশ ভাল খেলছে। সত্যিকার অর্থেই আমি তাকে জাতীয় দলে দেখার জন্য মুখিয়ে আছি। আমি মনে করি জাতীয় দলের জন্য সে একজন সত্যিকারের প্রতিভাবান গোলরক্ষক হয়ে উঠতে পারবেন। কারণ যেকোন পরিস্থিতিতে ম্যাচ সামলে নেবার দারুণ এক গুন রায়ার মধ্যে রয়েছে। এটা অনেকের জন্য বিস্ময়কর হলেও আমার জন্য নয়। প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফিরেছেন বার্সেলোনা মিডফিল্ডার পেড্রি, চেলসির লেফট-ব্যাক মার্কোস আলোনসো ও এ্যাথলেটিকো মাদ্রিদ উইঙ্গার মার্কোস লোরেন্টে। তবে এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে প্রায় সবগুলো ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী সার্জিও বাসকুয়েটসকে বিশ্রাম দিয়েছেন এনরিকে। এ সম্পর্কে এনরিকে বলেছেন, জুনে নেশন্স কাপে আমি বাসুকয়েটসের কাছ থেকে সেরাটা চাই। এই মুহূর্তে তাকে কয়েকদিনের বিশ্রাম দিতে চাই। আন্তর্জাতিক বিরতিতে আগামী ২৬ মার্চ আলবেনিয়া ও ২৯ মার্চ আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন।
স্প্যানিশ স্কোয়াড :
গোলরক্ষক : উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: মার্কোস আলোনসো, জোর্দি আলবা, এরিক গার্সিয়া, অমারিক লাপোর্তে, পও তোরেস, দিয়েগো লোরেন্টে, সিজার আজপিলিকুয়েটা, ডানি কারভাহাল।
মিডফিল্ডার : রডরিগো হার্নান্দেজ, কোকে, মার্কোস লোরেন্টে, পেড্রি, হাভি, কার্লোস সোলার।
ফরোয়ার্ড : ডানি ওলমো, পাবলো সারাবিয়া, আলাভারো মোরাতা, রাউল ডি টমাস, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

স্পেন স্কোয়াড থেকে বাদ পড়লেন ডি গিয়া

আপডেট সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য স্পেন দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তার পরিবর্তে কোচ লুইস এনরিকের বিবেচনায় বিস্ময়করভাবে দলে ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক ডেভিড রায়া। ২০২০ সালের অক্টোবরের পর থেকে ডি গিয়া জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। তবে নভেম্বরে তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ইউনাইটেডের হয়ে এবারের মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন ডি গিয়া। ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবে হয়ত ডি গিয়াকে নিয়ে সংশয় রয়েছে এনরিকের।
আর সেই বিষয়টিই তিনি দল ঘোষণার সময় সামনে নিয়ে এসে রায়ার সম্পর্কে সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, দীর্ঘদিন ধরে রায়া বেশ ভাল খেলছে। সত্যিকার অর্থেই আমি তাকে জাতীয় দলে দেখার জন্য মুখিয়ে আছি। আমি মনে করি জাতীয় দলের জন্য সে একজন সত্যিকারের প্রতিভাবান গোলরক্ষক হয়ে উঠতে পারবেন। কারণ যেকোন পরিস্থিতিতে ম্যাচ সামলে নেবার দারুণ এক গুন রায়ার মধ্যে রয়েছে। এটা অনেকের জন্য বিস্ময়কর হলেও আমার জন্য নয়। প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফিরেছেন বার্সেলোনা মিডফিল্ডার পেড্রি, চেলসির লেফট-ব্যাক মার্কোস আলোনসো ও এ্যাথলেটিকো মাদ্রিদ উইঙ্গার মার্কোস লোরেন্টে। তবে এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে প্রায় সবগুলো ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী সার্জিও বাসকুয়েটসকে বিশ্রাম দিয়েছেন এনরিকে। এ সম্পর্কে এনরিকে বলেছেন, জুনে নেশন্স কাপে আমি বাসুকয়েটসের কাছ থেকে সেরাটা চাই। এই মুহূর্তে তাকে কয়েকদিনের বিশ্রাম দিতে চাই। আন্তর্জাতিক বিরতিতে আগামী ২৬ মার্চ আলবেনিয়া ও ২৯ মার্চ আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন।
স্প্যানিশ স্কোয়াড :
গোলরক্ষক : উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: মার্কোস আলোনসো, জোর্দি আলবা, এরিক গার্সিয়া, অমারিক লাপোর্তে, পও তোরেস, দিয়েগো লোরেন্টে, সিজার আজপিলিকুয়েটা, ডানি কারভাহাল।
মিডফিল্ডার : রডরিগো হার্নান্দেজ, কোকে, মার্কোস লোরেন্টে, পেড্রি, হাভি, কার্লোস সোলার।
ফরোয়ার্ড : ডানি ওলমো, পাবলো সারাবিয়া, আলাভারো মোরাতা, রাউল ডি টমাস, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো।