ক্রীড়া ডেস্ক : স্পেনের ইউরো দলে আবারো হানা দিয়েছে করোনাভাইরাস। অধিনায়ক সার্জিও বুসকেটস আক্রান্ত হওয়ার পর এবার আক্রান্ত হলেন ডিফেন্ডার ডিয়েগো লরেন্তে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতি দিয়ে লরেন্তের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আন্তর্জাতিক ফুটবলার লরেন্তে সদ্য করা পিসিআর টেস্টে করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ আসার পর লরেন্তে ক্যাম্প ত্যাগ করেন।
এর আগে গত রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন মিডফিল্ডার বুসকেটস। এবারের ইউরোতে স্পেন পড়েছে গ্রুপ ই’তে। স্পেনের প্রথম খেলা সুইডেনের বিপক্ষে ১৫ জুন।
স্পেন ইউরো দলে আবারও করোনার হানা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ