প্রত্যাশা ডেস্ক : স্পেনের এক গ্রামের নাম বদলে রাখা হলো ‘ইউক্রেন’। কিছুদিন আগেও যে গ্রামের নাম ছিল, ফুয়েন্তস দ্য আন্দালুসিয়া। ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি জানিয়েই এমন অভিনব উদ্যোগ নেয় স্থানীয়রা। আর এ ঘটনা আলোচনায় সামাজিকসহ সংবাদমাধ্যমগুলোতেও। ওই গ্রামের পথে নীল হলুদ রঙে ইউক্রেন নাম এঁকে দেওয়া হয়েছে। যা সহজেই চোখে আসছে বাসিন্দাদের। ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছেন গ্রামের বাসিন্দারা। শুধু কি তাই, গ্রামের রাস্তাগুলোর নামকরণ করা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের নামেই। এই যেমন কিয়েভ, ওদেসা, এবং মারিউপোলের নামও দেওয়া হয়েছে। স্পেনের আন্দালুসিয়া ও সেভিল প্রদেশের রাজধানী সেভিল শহরের পূর্বের এই শহরটিতে সাত হাজারের বেশি মানুষ বাস করেন। স্থানীয় বাসিন্দা ফ্রান্সিসকো মার্তিনেজ বলেন, আমাদের উদ্দেশ্য হলো সংঘাত সম্পর্ক সচেতনা বাড়ানো এবং সেইসঙ্গে যেই দেশগুলোতে যুদ্ধ চলছে তা জানানো। ইউক্রেনের শরণার্থীদের জন্য এখানকার বাসিন্দারা মাত্র দুই দিনেই তিন হাজার পাঁচশ ইউরো তহবিল সংগ্রহ করেছে। সূত্র: রয়টার্স।