ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

স্নাতক হলেন নোবেলজয়ী মালালা

  • আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে স্নাতক হয়েছিলেন গত বছর জুনে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ স্থগিত ছিল। অবশেষে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘স্নাতক’ হলেন সদ্য বিয়ের পিঁড়িতে বসা মালালা।
‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ বা স্নাতক অনুষ্ঠান শেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তোলা একাধিক ছবি পোস্ট করেছেন মালালা। উচ্ছ্বাস প্রকাশ করে মালালা ইন্সটাগ্রামে লেখেন, ‘দৃশ্যত এবারে আমি একটি ডিগ্রি অর্জন করলাম’।
কোনো ছবিতে মালালাকে দেখা গিয়েছে বাবা-মায়ের সঙ্গে। কোনোটাতে আবার সদ্য বিবাহিতা মালালার পাশে রয়েছেন তার স্বামী আসের মালিক। স্ত্রীর সাফল্য উদযাপনে টুইটারে ছবি পোস্ট করেছেন আসেরও। মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়া মালালাকে ২০১২ সালে উগ্র তালেবান গুলি করে। এ সময় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ সেখানেই বসবাস করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্নাতক হলেন নোবেলজয়ী মালালা

আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে স্নাতক হয়েছিলেন গত বছর জুনে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ স্থগিত ছিল। অবশেষে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘স্নাতক’ হলেন সদ্য বিয়ের পিঁড়িতে বসা মালালা।
‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ বা স্নাতক অনুষ্ঠান শেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তোলা একাধিক ছবি পোস্ট করেছেন মালালা। উচ্ছ্বাস প্রকাশ করে মালালা ইন্সটাগ্রামে লেখেন, ‘দৃশ্যত এবারে আমি একটি ডিগ্রি অর্জন করলাম’।
কোনো ছবিতে মালালাকে দেখা গিয়েছে বাবা-মায়ের সঙ্গে। কোনোটাতে আবার সদ্য বিবাহিতা মালালার পাশে রয়েছেন তার স্বামী আসের মালিক। স্ত্রীর সাফল্য উদযাপনে টুইটারে ছবি পোস্ট করেছেন আসেরও। মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়া মালালাকে ২০১২ সালে উগ্র তালেবান গুলি করে। এ সময় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ সেখানেই বসবাস করছেন।