ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

  • আপডেট সময় : ০৩:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি : বাসের ভাড়া দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট অবরোধ করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিনোদপুর গেট পুলিশ বক্সে আগুন দেন স্থানীয়রা। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বগুড়া থেকে বিশ্ববিদ্যালযয়ে আসার সময় বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানান। সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ নামে ওই বাসটি বিনোদপুর বাজারে আসলে বাসের লোকজনের সঙ্গে শিক্ষার্থীরা ঝামেলা করেন। পরে কাউন্টারে আসলে স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে বিনোদপুর গেটে জড়ো হতে শুরু করেন। এদিকে স্থানীয়রাও গেটের অপর পাশে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষ রাজশাহী-ঢাকা মহাসড়কে ইট-পাটলকেল নিক্ষেপ করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

আপডেট সময় : ০৩:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

রাজশাহী প্রতিনিধি : বাসের ভাড়া দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট অবরোধ করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিনোদপুর গেট পুলিশ বক্সে আগুন দেন স্থানীয়রা। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বগুড়া থেকে বিশ্ববিদ্যালযয়ে আসার সময় বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানান। সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ নামে ওই বাসটি বিনোদপুর বাজারে আসলে বাসের লোকজনের সঙ্গে শিক্ষার্থীরা ঝামেলা করেন। পরে কাউন্টারে আসলে স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে বিনোদপুর গেটে জড়ো হতে শুরু করেন। এদিকে স্থানীয়রাও গেটের অপর পাশে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষ রাজশাহী-ঢাকা মহাসড়কে ইট-পাটলকেল নিক্ষেপ করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।