সিলেট সংবাদদাতা : সব প্রস্তুতির শেষ মুহূর্তে এসে হঠাৎ করেই সিলেট জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। দলের হাই কমান্ডের এমন ঘোষণা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। সম্মেলন স্থগিতের ঘোষণা হওয়ায় সম্মেলনস্থলে মঞ্চ নির্মাণের কাজও স্থগিত করা হয়েছে। প্রায় ছয় বছর পর আজ সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে সফল করতে স্থানীয় নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছিলেন। সিলেট সরকারি আলিয়া মাদরাসার বিশাল মাঠজুড়ে তৈরি করা হচ্ছিল সম্মেলনের মঞ্চ। তবে হঠাৎ করেই সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছে দলের হাই কমান্ড। কেন্দ্র থেকে গতকাল রোববার (২০ মার্চ) দুপুরে মৌখিকভাবে সম্মেলন স্থগিতের কথা জানানো হয়েছে। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘অনিবার্য কারণবশত সম্মেলন স্থগিতের কথা জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি পরবর্তী তারিখ ও স্থগিতের কারণ জানানো হবে।’ তবে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলী আহমেদ বলেন, ‘সম্মেলনের এক সপ্তাহ আগে ভোটার তালিকা জমা দিতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরি করা হয়নি। শনিবার ভোটার তালিকা তৈরি করা হয়। কেন্দ্র সময়মতো ভোটার তালিকা না পাওয়ায় সম্মেলন স্থগিত করেছে।’
তিনি বলেন, ‘পরবর্তী করণীয় ঠিক করতে আজ বিকেলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন সিলেট আসছেন। সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ নিয়ে তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন বলে আশা করছি।’
স্থগিত হলো সিলেট বিএনপির সম্মেলন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ