ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার, স্বামী আটক

  • আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর সদর উপজেলায় বাড়ি থেকে এক গৃহবধূ ও সন্তানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রেশমি আক্তার ও তার ছেলে মো. সালমান (১৩ মাস)। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো স্ত্রী রেশমি আক্তারের।
বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফখরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে পারিবারিক কলহের জের ধরে রোববার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকা-ের ঘটনা ঘটে। হত্যাকা-ের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর সদর উপজেলায় বাড়ি থেকে এক গৃহবধূ ও সন্তানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রেশমি আক্তার ও তার ছেলে মো. সালমান (১৩ মাস)। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো স্ত্রী রেশমি আক্তারের।
বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফখরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে পারিবারিক কলহের জের ধরে রোববার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকা-ের ঘটনা ঘটে। হত্যাকা-ের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।