ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

‘স্ত্রী দিবস’ চান ভারতের প্রতিমন্ত্রী রামদাস

  • আপডেট সময় : ১১:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মা দিবসের পাশাপাশি স্ত্রী দিবসের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে। গতকাল রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত রোববার মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রামদাস। সেখানেই তিনি স্ত্রী দিবসের দাবি জানান। বিজেপি নেতা রামদাস বলেন, একজন মা সন্তান জন্ম দেন। অন্যদিকে, একজন স্ত্রী তাঁর স্বামীর ভালো-মন্দের সময় পাশে থাকেন।
রামদাস বলেন, ‘প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। তাই আমাদের স্ত্রী দিবসও পালন করা উচিত।’
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বে ‘মা দিবস’ পালিত হয়। দিনটিতে মাকে বিশেষভাবে শ্রদ্ধা-ভালোবাসা জানান সন্তানেরা। আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তাঁর মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯০৫ সালে অ্যান মারা যান। তাঁর মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। সব মাকে শ্রদ্ধা জানাতে একটি দিবস প্রচলনের লক্ষ্যে সচেষ্ট হন তিনি। আনার প্রচেষ্টা সফল হয় ১৯১৪ সালে। সে বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের দেখাদেখি পরে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার ‘মা দিবস’ হিসেবে পালিত হতে থাকে। অন্যদিকে, প্রতিবছর এপ্রিলের তৃতীয় শনিবার পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামী সমাদরের দিন। স্বামীর শ্রম, সময় ও কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই উৎপত্তি হয় এই দিনের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘স্ত্রী দিবস’ চান ভারতের প্রতিমন্ত্রী রামদাস

আপডেট সময় : ১১:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : মা দিবসের পাশাপাশি স্ত্রী দিবসের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে। গতকাল রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত রোববার মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রামদাস। সেখানেই তিনি স্ত্রী দিবসের দাবি জানান। বিজেপি নেতা রামদাস বলেন, একজন মা সন্তান জন্ম দেন। অন্যদিকে, একজন স্ত্রী তাঁর স্বামীর ভালো-মন্দের সময় পাশে থাকেন।
রামদাস বলেন, ‘প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। তাই আমাদের স্ত্রী দিবসও পালন করা উচিত।’
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বে ‘মা দিবস’ পালিত হয়। দিনটিতে মাকে বিশেষভাবে শ্রদ্ধা-ভালোবাসা জানান সন্তানেরা। আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তাঁর মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯০৫ সালে অ্যান মারা যান। তাঁর মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। সব মাকে শ্রদ্ধা জানাতে একটি দিবস প্রচলনের লক্ষ্যে সচেষ্ট হন তিনি। আনার প্রচেষ্টা সফল হয় ১৯১৪ সালে। সে বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের দেখাদেখি পরে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার ‘মা দিবস’ হিসেবে পালিত হতে থাকে। অন্যদিকে, প্রতিবছর এপ্রিলের তৃতীয় শনিবার পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামী সমাদরের দিন। স্বামীর শ্রম, সময় ও কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই উৎপত্তি হয় এই দিনের।