ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

স্ত্রীর মামলার পরে আল আমিন আত্মগোপনে

  • আপডেট সময় : ১২:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে নির্যাতন, মারধর ও সন্তানসহ বাসা থেকে বের করে দেয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলা হওয়ার পর থেকে আল আমিনকে খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীর মামলার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করলেও বাসা থেকে পালিয়েছেন আল আমিন।
গত বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহান লিখিত অভিযোগ দেন থানায়। পরে সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা হিসেবে নথিভুক্ত হয়। শুক্রবারই মিরপুর-২ নম্বর রোডে আল আমিনের বাসায় গিয়ে তল্লাশি করে। তবে সেখানে পুলিশ তাকে পায়নি। আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের মামা সাঈদ বলেন, ঘটনার পর থেকেই আল আমিন পলাতক রয়েছেন। বাসা থেকে পালিয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তাকে পুলিশ খুঁজলেও এখনো গ্রেপ্তার করতে পারেনি। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও শিশু সন্তানসহ বের করে দেয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আল আমিনের সম্পর্কের বিষয়ে ইসরাত জাহান বলেন, একটি মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, তা জানি না। কাবিন নামাও পাইনি। ওই মেয়ের সঙ্গে আল আমিনের অনেক ছবি আছে। দুটো শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, সন্তানদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি। সাঈদ বলেন, গত দুই বছর ধরে ক্রিকেটার আল আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করতেন। এর আগেও থানায় নির্যাতনের অভিযোগে জিডি করা হয়েছিল। গত ২৫ আগস্ট মারধর করে বাসা থেকে সন্তানসহ ইসরাতকে বের করে দেন। এরপর মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করে ভাগ্নি ইসরাত। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌতুকের জন্য মারধর ও সন্তানসহ বের করে দেয়ার অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন তার স্ত্রী। পরে শুক্রবার সেটা মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্ত্রীর মামলার পরে আল আমিন আত্মগোপনে

আপডেট সময় : ১২:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে নির্যাতন, মারধর ও সন্তানসহ বাসা থেকে বের করে দেয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলা হওয়ার পর থেকে আল আমিনকে খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীর মামলার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করলেও বাসা থেকে পালিয়েছেন আল আমিন।
গত বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহান লিখিত অভিযোগ দেন থানায়। পরে সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা হিসেবে নথিভুক্ত হয়। শুক্রবারই মিরপুর-২ নম্বর রোডে আল আমিনের বাসায় গিয়ে তল্লাশি করে। তবে সেখানে পুলিশ তাকে পায়নি। আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের মামা সাঈদ বলেন, ঘটনার পর থেকেই আল আমিন পলাতক রয়েছেন। বাসা থেকে পালিয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তাকে পুলিশ খুঁজলেও এখনো গ্রেপ্তার করতে পারেনি। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও শিশু সন্তানসহ বের করে দেয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আল আমিনের সম্পর্কের বিষয়ে ইসরাত জাহান বলেন, একটি মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, তা জানি না। কাবিন নামাও পাইনি। ওই মেয়ের সঙ্গে আল আমিনের অনেক ছবি আছে। দুটো শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, সন্তানদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি। সাঈদ বলেন, গত দুই বছর ধরে ক্রিকেটার আল আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করতেন। এর আগেও থানায় নির্যাতনের অভিযোগে জিডি করা হয়েছিল। গত ২৫ আগস্ট মারধর করে বাসা থেকে সন্তানসহ ইসরাতকে বের করে দেন। এরপর মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করে ভাগ্নি ইসরাত। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌতুকের জন্য মারধর ও সন্তানসহ বের করে দেয়ার অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন তার স্ত্রী। পরে শুক্রবার সেটা মামলা হিসেবে রেকর্ড করা হয়।