ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

স্ত্রীর প্রেমিককে মাটিতে পুঁতে হত্যাচেষ্টা, আটক ৪

  • আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটা শ্রমিক ফরহাদ মন্ডল তার স্ত্রীর পরকিয়া প্রেমিক আলম শেখকে (৪৫) ডেকে এনে হাত-পা বেঁধে মাটিতে পুঁতে হত্যাচেষ্টার সময় চারজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী একজন ব্যবসায়ী।

আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ময়মনসিংহের পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে। তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপুরের মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচি এলাকার আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)। এরা সবাই ইটভাটার শ্রমিক। হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে ফরহাদ মন্ডল বলেন, ওর বাসার কাছে আমার বাসা ছিল।

সে আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এবং তাকে পছন্দ করে। এমনকি বিয়ে করতে চায়। নিষেধ করায় এর আগে পোলাপান দিয়ে মারধর করে টাকা নিয়েছে। অনেকেই বিষয়টি জানেন। সেই টাকা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম। সেই টাকার অজুহাতে আলম আমার বৌয়ের সঙ্গে দেখা করতে আসে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ফরহাদের স্ত্রী তাকে রিসিভ করে ভীমনগর নিয়ে আসে। এদিকে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান করছিল। তাকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে হাত-পা বেঁধে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে অভিযুক্তরা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

স্ত্রীর প্রেমিককে মাটিতে পুঁতে হত্যাচেষ্টা, আটক ৪

আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটা শ্রমিক ফরহাদ মন্ডল তার স্ত্রীর পরকিয়া প্রেমিক আলম শেখকে (৪৫) ডেকে এনে হাত-পা বেঁধে মাটিতে পুঁতে হত্যাচেষ্টার সময় চারজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী একজন ব্যবসায়ী।

আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ময়মনসিংহের পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে। তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপুরের মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচি এলাকার আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)। এরা সবাই ইটভাটার শ্রমিক। হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে ফরহাদ মন্ডল বলেন, ওর বাসার কাছে আমার বাসা ছিল।

সে আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এবং তাকে পছন্দ করে। এমনকি বিয়ে করতে চায়। নিষেধ করায় এর আগে পোলাপান দিয়ে মারধর করে টাকা নিয়েছে। অনেকেই বিষয়টি জানেন। সেই টাকা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম। সেই টাকার অজুহাতে আলম আমার বৌয়ের সঙ্গে দেখা করতে আসে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ফরহাদের স্ত্রী তাকে রিসিভ করে ভীমনগর নিয়ে আসে। এদিকে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান করছিল। তাকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে হাত-পা বেঁধে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে অভিযুক্তরা।