ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

স্ত্রীর পরকীয়ায় মানসিক চাপের শিকার, ১ কোটি ক্ষতিপূরণের দাবি স্বামীর

  • আপডেট সময় : ০৮:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

প্রত্যাশা ডেস্ক: পরকীয়ায় মেতেছেন স্ত্রী। তা জানার পর যথেষ্ট মানসিক সমস্যায় ভুগতে হয়েছে তাঁকে। তাই স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চীনা এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি প্রায় ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

২০০৬ সালে বিবাহিত জীবন শুরু করেন ওই দম্পতি। স্বামীর নাম ‘ওয়েই’ ও স্ত্রীর নাম ‘জি’ (ছদ্মনাম ব্যবহার করা হয়েছে দু’জনেরই)। ১৫ বছরের বেশি সময় ধরে তাঁদের বিবাহিত জীবন ঠিকঠাকই ছিল। কিন্তু ২০২২ সালে জি তাঁর এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সহকর্মী, ‘ইয়ং’ (ছদ্মনাম), একই স্কুলে সিনিয়র পদে কর্মরত — তিনি ছিলেন প্রতিষ্ঠানের হিসাব পরিচালক, আর জি ছিলেন শিক্ষক। তাঁদের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠতায় পৌঁছয়। তাঁরা একাধিকবার হোটেলে দেখা করতেন এবং একে অপরকে ‘স্বামী-স্ত্রী’ বলে সম্বোধন করে বার্তা আদানপ্রদান করতেন।

২০২৩ সালের নভেম্বর মাসে, ওয়েই তার স্ত্রীর ফোনে প্রেমিকের সঙ্গে আদানপ্রদান হওয়া কিছু আপত্তিকর বার্তা দেখতে পান। এর পরই তিনি প্রেমিক ইয়ং-এর বিরুদ্ধে মামলা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ৮ লক্ষ ইউয়ান (প্রায় ৯৯.৭ লক্ষ) দাবি করেন।

বিচারের সময় আদালত লক্ষ্য করে যে ওয়েই-এর মধ্যে সম্পর্ক ভাঙনের আগেই মানসিক চাপের লক্ষণ ছিল। অপরদিকে, ইয়ং দাবি করেন তিনি জানতেন না যে জি বিবাহিত।

তবুও আদালত মনে করেছে, ইয়ং সচেতনভাবেই বৈবাহিক সম্পর্কে হস্তক্ষেপ করেছেন। ফলে আদালত রায় দেয়—ওয়েই-এর স্বামী হিসেবে অধিকারের লঙ্ঘন ঘটেছে।

শেষ পর্যন্ত বিচারক আদেশ দেন, ইয়ং ওয়েই-কে ৩ লক্ষ ইউয়ান (প্রায় ৩৭ লক্ষ) ক্ষতিপূরণ দেবেন। তবে ইয়ং এখনও আপিল করার সুযোগ পাবেন।

সূত্র: দ্যা ওয়াল

ওআ/আপ্র/১০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণভোটে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তুর্ভুক্ত করার দাবি জামায়াতের

স্ত্রীর পরকীয়ায় মানসিক চাপের শিকার, ১ কোটি ক্ষতিপূরণের দাবি স্বামীর

আপডেট সময় : ০৮:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পরকীয়ায় মেতেছেন স্ত্রী। তা জানার পর যথেষ্ট মানসিক সমস্যায় ভুগতে হয়েছে তাঁকে। তাই স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চীনা এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি প্রায় ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

২০০৬ সালে বিবাহিত জীবন শুরু করেন ওই দম্পতি। স্বামীর নাম ‘ওয়েই’ ও স্ত্রীর নাম ‘জি’ (ছদ্মনাম ব্যবহার করা হয়েছে দু’জনেরই)। ১৫ বছরের বেশি সময় ধরে তাঁদের বিবাহিত জীবন ঠিকঠাকই ছিল। কিন্তু ২০২২ সালে জি তাঁর এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সহকর্মী, ‘ইয়ং’ (ছদ্মনাম), একই স্কুলে সিনিয়র পদে কর্মরত — তিনি ছিলেন প্রতিষ্ঠানের হিসাব পরিচালক, আর জি ছিলেন শিক্ষক। তাঁদের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠতায় পৌঁছয়। তাঁরা একাধিকবার হোটেলে দেখা করতেন এবং একে অপরকে ‘স্বামী-স্ত্রী’ বলে সম্বোধন করে বার্তা আদানপ্রদান করতেন।

২০২৩ সালের নভেম্বর মাসে, ওয়েই তার স্ত্রীর ফোনে প্রেমিকের সঙ্গে আদানপ্রদান হওয়া কিছু আপত্তিকর বার্তা দেখতে পান। এর পরই তিনি প্রেমিক ইয়ং-এর বিরুদ্ধে মামলা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ৮ লক্ষ ইউয়ান (প্রায় ৯৯.৭ লক্ষ) দাবি করেন।

বিচারের সময় আদালত লক্ষ্য করে যে ওয়েই-এর মধ্যে সম্পর্ক ভাঙনের আগেই মানসিক চাপের লক্ষণ ছিল। অপরদিকে, ইয়ং দাবি করেন তিনি জানতেন না যে জি বিবাহিত।

তবুও আদালত মনে করেছে, ইয়ং সচেতনভাবেই বৈবাহিক সম্পর্কে হস্তক্ষেপ করেছেন। ফলে আদালত রায় দেয়—ওয়েই-এর স্বামী হিসেবে অধিকারের লঙ্ঘন ঘটেছে।

শেষ পর্যন্ত বিচারক আদেশ দেন, ইয়ং ওয়েই-কে ৩ লক্ষ ইউয়ান (প্রায় ৩৭ লক্ষ) ক্ষতিপূরণ দেবেন। তবে ইয়ং এখনও আপিল করার সুযোগ পাবেন।

সূত্র: দ্যা ওয়াল

ওআ/আপ্র/১০/১০/২০২৫