ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে শিক্ষক স্বামীর অদ্ভুত কাণ্ড

  • আপডেট সময় : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন এবং চেহারা না হওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এ ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল।

ভুক্তভোগী স্ত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নোরা ফাতেহির মতো দেখতে ও শারীরিক গড়ন তৈরি করার জন্য চাপ দিতে থাকেন। প্রতিদিন জোর করে তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করাতেন। স্ত্রী রাজি না হলে তাকে খেতে দেওয়া হতো না।

নির্যাতনের শিকার ওই নারী আরও অভিযোগ করেন, তার স্বামী শিবম পর্নোগ্রাফি আসক্ত এবং স্ত্রীকে দিয়ে পর্নোছবি দেখতে বাধ্য করেন। এতে আপত্তি জানালে তার ওপর নির্যাতন করতেন। যৌতুকের জন্যও চাপ দিতেন। মাঝে মাঝে কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে দেখতে অভিনেত্রীর মতো সুন্দর।

তিনি আরও দাবি করেছেন, তাদের বিয়েতে ৭০ লাখ রুপিরও বেশি খরচ করেছেন তার পরিবার। যৌতুক হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি এবং অনেক সোনার গয়না। তারপরও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই তিনি বাবার বাড়িতে ফিরে যান। এরপর স্বামীর বাড়িতে ফিরতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করা হয়। এরপরই বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে শিক্ষক স্বামীর অদ্ভুত কাণ্ড

আপডেট সময় : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন এবং চেহারা না হওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এ ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল।

ভুক্তভোগী স্ত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নোরা ফাতেহির মতো দেখতে ও শারীরিক গড়ন তৈরি করার জন্য চাপ দিতে থাকেন। প্রতিদিন জোর করে তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করাতেন। স্ত্রী রাজি না হলে তাকে খেতে দেওয়া হতো না।

নির্যাতনের শিকার ওই নারী আরও অভিযোগ করেন, তার স্বামী শিবম পর্নোগ্রাফি আসক্ত এবং স্ত্রীকে দিয়ে পর্নোছবি দেখতে বাধ্য করেন। এতে আপত্তি জানালে তার ওপর নির্যাতন করতেন। যৌতুকের জন্যও চাপ দিতেন। মাঝে মাঝে কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে দেখতে অভিনেত্রীর মতো সুন্দর।

তিনি আরও দাবি করেছেন, তাদের বিয়েতে ৭০ লাখ রুপিরও বেশি খরচ করেছেন তার পরিবার। যৌতুক হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি এবং অনেক সোনার গয়না। তারপরও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই তিনি বাবার বাড়িতে ফিরে যান। এরপর স্বামীর বাড়িতে ফিরতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করা হয়। এরপরই বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।