ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারীই মারা যান

  • আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

রংপুর সংবাদদাতা : বিশ্বজুড়ে স্তন ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে শতকরা ১২ দশমিক ৬ ভাগ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং শতকরা ৭০ ভাগ আক্রান্ত নারী স্তন ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। এ ব্যয়বহুল রোগে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীদের সচেতনতার অভাব ও ক্যান্সার আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসাকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যান্সার নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ তথ্য জানানো হয়। দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনী অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডা. রহিমা খাতুন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডা. ফ্লোরা শাহীন আক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার নাথ, গাইনি বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া।
প্রবন্ধে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে সেমিনার, সচেতনতা কর্মসূচি, কর্মশালা, লিফলেট বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, চিকিৎসাসেবা নিশ্চিতকরণে পদপেক্ষ গ্রহণ, চিকিৎসক নার্সসহ সেবা প্রদানকারীদের আধুনিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ, যুব নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, প্রতিটি জেলায় স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে নারীদের মৃত্যুর হার কমে আসবে বলে জানানো হয় সেমিনারে। দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। এতে রোটারী ক্লাব, ইনার হুইল ক্লাবের কর্মকর্তা ছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারীই মারা যান

আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

রংপুর সংবাদদাতা : বিশ্বজুড়ে স্তন ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে শতকরা ১২ দশমিক ৬ ভাগ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং শতকরা ৭০ ভাগ আক্রান্ত নারী স্তন ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। এ ব্যয়বহুল রোগে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীদের সচেতনতার অভাব ও ক্যান্সার আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসাকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যান্সার নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ তথ্য জানানো হয়। দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনী অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডা. রহিমা খাতুন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডা. ফ্লোরা শাহীন আক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার নাথ, গাইনি বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া।
প্রবন্ধে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে সেমিনার, সচেতনতা কর্মসূচি, কর্মশালা, লিফলেট বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, চিকিৎসাসেবা নিশ্চিতকরণে পদপেক্ষ গ্রহণ, চিকিৎসক নার্সসহ সেবা প্রদানকারীদের আধুনিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ, যুব নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, প্রতিটি জেলায় স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে নারীদের মৃত্যুর হার কমে আসবে বলে জানানো হয় সেমিনারে। দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। এতে রোটারী ক্লাব, ইনার হুইল ক্লাবের কর্মকর্তা ছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।