অর্থ-বাণিজ্য ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং মেডিটারিয়ান শিপিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এমএসসি) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, এমএসসি’র এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্ল্যাটফর্মকে হোস্ট-টু-হোস্ট সংযোগ প্রদান করবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্ট্রেইট-টু-ব্যাংক (এসটুবি), যা এমএসসি’র স্থানীয় পেমেন্ট প্রক্রিয়া সহজ করবে। এই সংযোগ ব্যবস্থা ব্যাংকের ইউনিভার্সাল অ্যাডাপ্টার টুলের মাধ্যমে পরিচালিত, যা ফাইল ম্যাপিং ও তৈরির প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও সহজ করে। ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও আরও দৃশ্যমান করতে ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্টস সল্যুশন বাস্তবায়ন করছে এমএসসি, যা তাদের কালেকশন পদ্ধতিকে স্ট্রীমলাইন করতে এবং রিয়েল-টাইম অটোমেটেড রিকন্সিলিয়েশন পেতে সাহায্য করবে। এই এন্ড-টু-এন্ড সল্যুশন এমএসসি’র পেমেন্ট ও কালেকশন প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন, দ্রুত টার্ন-ওভার, ও প্রক্রিয়া একত্রীকরণের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা প্রতিফলিত করছে এবং আরও ভালো গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করছে। শিপিং ইন্ডাস্ট্রির জন্য এমন সল্যুশন দেশে এটিই প্রথম, যা ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং ফিউচার-ফিটনেসের মান নির্ধারণ করছে। নতুন এই ডিজিটাল সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজেকশন ব্যাংকিং’র কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান; স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অব ক্লায়েন্ট কভারেজ (চট্টগ্রাম) শামীম ইকবাল; এমএসসি’র সিএফও এ.টি.এম আনিসুল মিল্লাত; এমএসসি’র জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) রাশেদ করিম প্রমুখ।