প্রযুক্তি ডেস্ক : ‘স্টিম’ প্ল্যাটফর্মে অভিষেকের প্রথম ঘন্টাতেই বাজিমাত করে দিয়েছে ‘ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন (এমএমও)’ ঘরানার গেইম ‘লস্ট আর্ক’। স্টিমে একই সময়ে একই গেইমে সবচেয়ে বেশি গেইমারের অংশগ্রহণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেইমটি।
স্টিম প্ল্যাটফর্মে প্রথম ২৪ ঘন্টাতেই ১০ লাখের বেশি গেইমার একযোগে গেইমটি খেলেছেন। স্টিমের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। খেলার ধরন বিবেচনায় জনপ্রিয় এমএমও গেইম ‘ডিয়াবলো’র সঙ্গে মিল রয়েছে এর।
‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ’ এবং ‘ডোটা ২’ এর মতো জনপ্রিয় গেইমগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে ‘লস্ট আর্ক’। স্টিমে সবচেয়ে বেশি খেলা হয় যে গেইমগুলো, সেই তালিকার দুই শীর্ষস্থান নিয়েমিত ওই দুটি গেইমের অধীনেই থাকতো।
গেইমটি স্টিম প্ল্যাটফর্মে এনেছে অ্যামাজন গেইমস। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘লস্ট আর্ক’ পশ্চিমা বাজারে আনতে গেইমটির দক্ষিণ কোরিয়ান নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেট-এর সঙ্গে জোট বেঁধেছিল অ্যামাজন গেইমস।
ভার্জের প্রতিবেদন বলছে, এ মুহুর্তে ‘লস্টা আর্ক’-এর জনপ্রিয়তা এতোটাই বেশি যে গেইমারদের চাপে সার্ভার জটিলতা দেখা দিয়েছিল। গেইমটি খেলার জন্য অপেক্ষমানদের তালিকাও ছিল বড়। ‘স্টিমডিবি’ বলছে একযোগে ‘লস্ট আর্ক’ খেলার চেষ্টা করেছেন ১৩ লাখ ১১ হাজার ৮৪২জন গেইমার।
সে তুলনায় স্টিমে একযোগে ‘সিএস:গো’ খেলার চেষ্টা করেছেন সর্বোচ্চ ১৩ লাখ আট হাজার ৯৬৩ জন গেইমার। আর ‘ডোটা ২’-এর রেকর্ড ১২ লাখ ৯৫ হাজার ১১৪জন গেইমারের।
সবমিলিয়ে স্টিম প্ল্যাটফর্মে ‘লস্ট আর্ক’-এর চেয়ে এগিয়ে আছে কেবল একটি গেইম, ‘প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ড’ তথা পাবজি। তবে, পাবজি’র রেকর্ড ভাঙতে ‘লস্ট আর্ক’কে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলে জানিয়েছে ভার্জ। স্টিম প্ল্যাটফর্মে একই সময়ে একযোগে ৩২ লাখ ৫৭ হাজার ২৪৮ জন গেইমারের রেকর্ড রয়েছে পাবজি’র।
দক্ষিণ কোরিয়ার গেইমিং বাজারে ‘লস্ট আর্ক’-এর অভিষেক হয়েছে ২০১৯ সালে। দক্ষিণ কোরিয়াসহ রাশিয়া ও জাপানে গেইমটির বিপুল সংখ্যক গেইমার আছে বলে জানিয়েছে ভার্জ। ‘ফ্রি-টু-প্লে’ হওয়ায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচেও ব্যাপক সাফল্য পেয়েছে গেইমটি।