ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

স্কোয়াড ঘোষণার পর আট পরিবর্তন ইংল্যান্ড দলে

  • আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: স্কোয়াডে যে কিছু পরিবর্তন আসবে, সেটা বোঝাই যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ‘কিছু’ নয়, গোটা স্কোয়াডের খোলনচেই পাল্টে গেল প্রায়। চোটের থাবায় ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন আট ফুটবলার। নেশন্স লিগে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, বুকায়ো সাকা, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিস, লিভাই কোলউইল, কোল পালমার ও গোলকিপার অ্যারন রামসডেলকে। অ্যাস্টন ভিলার মর্গ্যান রজার্স প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও দলে যুক্ত করা হয়েছে জ্যারড বাওয়েন ও জ্যারাড ব্রান্থওয়েটকে। আগে ডাক পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও মাঠে নামতে না পারা টিনো লিভ্রামেন্টো ও জেমস ট্র্যাফোর্ডকেও যোগ করা হয়েছে দলে।
বৃহস্পতিবার এথেন্স গ্রিসের বিপক্ষে খেলবে ইংল্যান্ড, তিন দিন পর লড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচ দিয়েই শেষ হবে কোচ হিসেবে লি কার্সলির দায়িত্ব। গত ইউরোর পর গ্যারেথ সাউথগেট সরে দাঁড়ানোর আন্তবর্তীকালীন দায়িত্ব পালন করে আসছিলে কার্সলি। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে টমাস টুখেলের দায়িত্ব। নেশন্স লিগের ‘বি’ লিগে দুই নম্বর গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্কোয়াড ঘোষণার পর আট পরিবর্তন ইংল্যান্ড দলে

আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: স্কোয়াডে যে কিছু পরিবর্তন আসবে, সেটা বোঝাই যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ‘কিছু’ নয়, গোটা স্কোয়াডের খোলনচেই পাল্টে গেল প্রায়। চোটের থাবায় ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন আট ফুটবলার। নেশন্স লিগে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, বুকায়ো সাকা, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিস, লিভাই কোলউইল, কোল পালমার ও গোলকিপার অ্যারন রামসডেলকে। অ্যাস্টন ভিলার মর্গ্যান রজার্স প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও দলে যুক্ত করা হয়েছে জ্যারড বাওয়েন ও জ্যারাড ব্রান্থওয়েটকে। আগে ডাক পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও মাঠে নামতে না পারা টিনো লিভ্রামেন্টো ও জেমস ট্র্যাফোর্ডকেও যোগ করা হয়েছে দলে।
বৃহস্পতিবার এথেন্স গ্রিসের বিপক্ষে খেলবে ইংল্যান্ড, তিন দিন পর লড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচ দিয়েই শেষ হবে কোচ হিসেবে লি কার্সলির দায়িত্ব। গত ইউরোর পর গ্যারেথ সাউথগেট সরে দাঁড়ানোর আন্তবর্তীকালীন দায়িত্ব পালন করে আসছিলে কার্সলি। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে টমাস টুখেলের দায়িত্ব। নেশন্স লিগের ‘বি’ লিগে দুই নম্বর গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস।