চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ হওয়া তিন স্কুল ছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার তিন স্কুলছাত্র হলো- কর্ণফুলী উপজেলা আবুল কাসেমের পুত্র মনির হোসেন, মোহাম্মদ আলীর পুত্র আকিবুল আলী এবং খান আতাউর হোসেনের পুত্র খান মাহিন। তিন জনেরই বয়স ১৩ বছর। সবাই স্থানীয় আজিম-হাকিম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তারা ওইদিন সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, হৃদয়, আকিব ও মাহিন স্কুল ফাঁকি দিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। সোমবার সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার সময় তারা বাবার পকেট থেকে টাকা নিয়ে বের হয়। একজনে ৫ হাজার, আরেক ১ হাজার টাকা নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্কুলে না গিয়ে কক্সবাজার চলে যায়।
এদিকে, তারা সময়মত বাসায় না ফেরায় অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে কর্ণফুলী থানায় জিডি করা হয়। পরে রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পরিবারের সাধারণ ডায়েরি করার পর পুলিশের একটি দল পাঠিয়ে সুগন্ধা পয়েন্ট থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শিশুদের তখন স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল আলম জা্নান, স্কুলে আসার কথা বলে বাসা থেকে বের হলেও তারা সোমবার স্কুলে আসেনি। পরে আমরা জানতে পেরেছি তারা বাসা থেকে টাকা নিয়ে ওই তিন ছাত্র কক্সবাজার চলে গিয়েছে। পরে পুলিশের সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।
ওআ/আপ্র/১১/১১/২০২৫






















