ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে আটজন মিলে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্তরা লাশ আম গাছের ডালে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় মামলা হলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)। তারা সবাই ইটভাটার শ্রমিক। তাদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এসপি জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে ফাহিমা আক্তার (১৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পর দিন ভোরে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ফাহিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ সময় লাশের সুরতহালে প্রাথমিকভাবে ঘটনাটি গণধর্ষণ ও হত্যার আলামত পায় পুলিশ। এ ঘটনায় পরদিন ফাহিমা আক্তারের মা হাছনা বেগম বাদী হয়ে মামলা করলে হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নেমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ সুপার আরও বলেন, অভিযুক্তরা পালাক্রমে বিকৃত যৌনাচারের মাধ্যমে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তারা ঘটনাটি আত্মহত্যার নাটক সাজাতে বাড়ির পাশের একটি আম গাছে ডালে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা, লাশ ঝুলিয়ে রাখল ডালে
জনপ্রিয় সংবাদ