ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা, দুল ছিনতাই

  • আপডেট সময় : ১২:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

ফেনী সংবাদদাতা : ফেনী শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল থেকে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে প্রথমে অপহরণের চেষ্টা চালায় বোরকা পরিহিত এক নারী। না পেরে কৌশলে তার কানের দুল ছিনতাই করে ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন অভিযুক্ত। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুল ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা হালিমা বেগম জানান, সকালে স্কুল ছুটি হলে স্কুল প্রাঙ্গণে বোরকা মুখোশ পরা এক নারী তার মেয়ের পিছু নেয়। একপর্যায় মেয়েকে তার মা আসছে বলে প্রধান ফটকের কাছে যেতে বলে স্কুল ক্যাম্পাস থেকে অপহরণের চেষ্টা করা হয়। এসময় মেয়ে তাকে চিনে না বলে প্রতিবাদ করলে ওই নারী চারপাশের লোকজনের অবস্থান দেখে কৌশলে তার কানের দুল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর পরই মেয়ে বিষয়টি স্কুলের দারোয়ানকে জানালে তারা দ্রুত পিছু নিলেও অভিযুক্ত নারীর খোঁজ মেলেনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেবেন বলেও জানান ভুক্তভোগী শিক্ষার্থীর মা। স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম নুর জানান, বিষয়টি অতি গুরুত্বসহকারে নিয়েছি আমরা। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা, দুল ছিনতাই

আপডেট সময় : ১২:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

ফেনী সংবাদদাতা : ফেনী শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল থেকে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে প্রথমে অপহরণের চেষ্টা চালায় বোরকা পরিহিত এক নারী। না পেরে কৌশলে তার কানের দুল ছিনতাই করে ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন অভিযুক্ত। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুল ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা হালিমা বেগম জানান, সকালে স্কুল ছুটি হলে স্কুল প্রাঙ্গণে বোরকা মুখোশ পরা এক নারী তার মেয়ের পিছু নেয়। একপর্যায় মেয়েকে তার মা আসছে বলে প্রধান ফটকের কাছে যেতে বলে স্কুল ক্যাম্পাস থেকে অপহরণের চেষ্টা করা হয়। এসময় মেয়ে তাকে চিনে না বলে প্রতিবাদ করলে ওই নারী চারপাশের লোকজনের অবস্থান দেখে কৌশলে তার কানের দুল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর পরই মেয়ে বিষয়টি স্কুলের দারোয়ানকে জানালে তারা দ্রুত পিছু নিলেও অভিযুক্ত নারীর খোঁজ মেলেনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেবেন বলেও জানান ভুক্তভোগী শিক্ষার্থীর মা। স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম নুর জানান, বিষয়টি অতি গুরুত্বসহকারে নিয়েছি আমরা। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে।