ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

  • আপডেট সময় : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পুরো মৌসুমটাকে হামজা চৌধুরী ভাগ করতে পারেন দুই ভাগে। শুরুটা ছিল মলিন। লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা করে নিতেই হিমশিম খেতে হচ্ছিল তাকে। আর দ্বিতীয় ভাগে হামজা দুর্দান্ত, দুর্র্ধষ। বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে।

এরপরেই ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে।

আর সেখানেই দেখা গেল হামজার পুরাতন রূপ। ক্রিস ওয়াইল্ডার আরও একবার হামজার কাছ থেকে বের করে আনলেন সামর্থ্যের পুরোটা। কখনো মিডফিল্ডে আবার কখনো রাইটব্যাক হয়ে, হামজা চৌধুরী ব্লেডসদের লাল-সাদা জার্সিতে ছিলেন দুর্দান্ত। আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেলেন সেটারই স্বীকৃতি।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।

সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই একাদশে জায়গা নিশ্চিত হলো তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন তিনজন। নেপাল বংশদ্ভূত রাইটব্যাক আসমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা ও স্ট্রাইকার সিমরান ঝামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা চৌধুরী। মাঠের পারফরম্যান্স এবং দলগত অর্জনের দিক থেকেও বাংলাদেশি মিডফিল্ডারই আছেন সবার ওপরে। ৪-৩-৩ ফর্মেশনে এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন হামজা। মধ্যমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভুত জিদান ইকবাল। হামজার শেফিল্ডই যাবে প্রিমিয়ারে– সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

 

ইউরোপিয়ান ফুটবলে ব্রিটিশ-দক্ষিণ এশীয়দের বর্ষসেরা একাদশ

জাসবির সিং (ট্যামওর্থ এফসি), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মেল বেনিং (শ্রেসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনিস্টার হ্যারিস এফসি), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স)

মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল), হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), জিদান ইকবাল (এফসি উট্রেখট)
ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ট সিটি), সিমরান ঝামাত (ওয়েস্টব্রমউইচ নারী দল)

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

আপডেট সময় : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: পুরো মৌসুমটাকে হামজা চৌধুরী ভাগ করতে পারেন দুই ভাগে। শুরুটা ছিল মলিন। লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা করে নিতেই হিমশিম খেতে হচ্ছিল তাকে। আর দ্বিতীয় ভাগে হামজা দুর্দান্ত, দুর্র্ধষ। বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে।

এরপরেই ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে।

আর সেখানেই দেখা গেল হামজার পুরাতন রূপ। ক্রিস ওয়াইল্ডার আরও একবার হামজার কাছ থেকে বের করে আনলেন সামর্থ্যের পুরোটা। কখনো মিডফিল্ডে আবার কখনো রাইটব্যাক হয়ে, হামজা চৌধুরী ব্লেডসদের লাল-সাদা জার্সিতে ছিলেন দুর্দান্ত। আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেলেন সেটারই স্বীকৃতি।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।

সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই একাদশে জায়গা নিশ্চিত হলো তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন তিনজন। নেপাল বংশদ্ভূত রাইটব্যাক আসমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা ও স্ট্রাইকার সিমরান ঝামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা চৌধুরী। মাঠের পারফরম্যান্স এবং দলগত অর্জনের দিক থেকেও বাংলাদেশি মিডফিল্ডারই আছেন সবার ওপরে। ৪-৩-৩ ফর্মেশনে এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন হামজা। মধ্যমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভুত জিদান ইকবাল। হামজার শেফিল্ডই যাবে প্রিমিয়ারে– সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

 

ইউরোপিয়ান ফুটবলে ব্রিটিশ-দক্ষিণ এশীয়দের বর্ষসেরা একাদশ

জাসবির সিং (ট্যামওর্থ এফসি), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মেল বেনিং (শ্রেসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনিস্টার হ্যারিস এফসি), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স)

মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল), হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), জিদান ইকবাল (এফসি উট্রেখট)
ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ট সিটি), সিমরান ঝামাত (ওয়েস্টব্রমউইচ নারী দল)