ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

স্কটল্যান্ডের ড্রেসিংরুমে গিয়ে মন জিতে নিলেন কোহলি

  • আপডেট সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট এমন একটা খেলা, যা শত্রুতা ভুলিয়ে দেয়। সেইসঙ্গে ভুলিয়ে দেয় শক্তির পার্থক্য। চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা যেমন আন্তরিকভাবে কথা বলেছেন, তা সারা ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছিল। অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গিয়ে বাবর আজমদের সঙ্গে অনেক সময় কথা বলেছিলেন। এবার তেমনই ঘটনা ঘটল স্কটল্যান্ডের সঙ্গে। গত শুক্রবার স্কটল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। স্কটিশদের ৮৫ রানে গুটিয়ে দিয়ে ৬.৩ ওভারেই ম্যাচ জিতে তারা রান রেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানে ওপরে উঠে গেছে। যদিও ভারতের সেমিফাইনাল নির্ভর করছে আগামীকাল নিউজিল্যান্ডের পরাজয়ের ওপর। গতকাল ম্যাচ শেষে স্কটল্যান্ডের ড্রেসিংরুমে হঠাৎ হানা দেন বিরাট কোহলি। বিশ্বের সেরা এই ব্যাটসম্যানকে নিজেদের মাঝে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় স্কটিশরা। আইসিসির সহযোগী দেশটির সাফল্য, উন্নতি এবং বিশ্বকাপ পারফর্মেন্স নিয়ে কোহলির মুখে শোনা যায় প্রশংসা। বিশ্বকাপে এতদূর এসেছে বলে তিনি স্কটিশদের অভিনন্দন জানান এবং পিঠ চাপড়ে দেন। ওই মুহূর্তটির ভিডিও টুইট করেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কটিশ অধিনায়ক কাইল কোয়েতজার বলেন, ;তার (কোহলি) মতো খেলোয়াড়ের সঙ্গে টস করা এবং কথা বলার মতো স্বপ্ন অবশেষে সত্যি হলো।’ বিশ্বকাপে পারস্পরিক সম্প্রীতির আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্কটল্যান্ডের ড্রেসিংরুমে গিয়ে মন জিতে নিলেন কোহলি

আপডেট সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট এমন একটা খেলা, যা শত্রুতা ভুলিয়ে দেয়। সেইসঙ্গে ভুলিয়ে দেয় শক্তির পার্থক্য। চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা যেমন আন্তরিকভাবে কথা বলেছেন, তা সারা ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছিল। অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গিয়ে বাবর আজমদের সঙ্গে অনেক সময় কথা বলেছিলেন। এবার তেমনই ঘটনা ঘটল স্কটল্যান্ডের সঙ্গে। গত শুক্রবার স্কটল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। স্কটিশদের ৮৫ রানে গুটিয়ে দিয়ে ৬.৩ ওভারেই ম্যাচ জিতে তারা রান রেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানে ওপরে উঠে গেছে। যদিও ভারতের সেমিফাইনাল নির্ভর করছে আগামীকাল নিউজিল্যান্ডের পরাজয়ের ওপর। গতকাল ম্যাচ শেষে স্কটল্যান্ডের ড্রেসিংরুমে হঠাৎ হানা দেন বিরাট কোহলি। বিশ্বের সেরা এই ব্যাটসম্যানকে নিজেদের মাঝে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় স্কটিশরা। আইসিসির সহযোগী দেশটির সাফল্য, উন্নতি এবং বিশ্বকাপ পারফর্মেন্স নিয়ে কোহলির মুখে শোনা যায় প্রশংসা। বিশ্বকাপে এতদূর এসেছে বলে তিনি স্কটিশদের অভিনন্দন জানান এবং পিঠ চাপড়ে দেন। ওই মুহূর্তটির ভিডিও টুইট করেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কটিশ অধিনায়ক কাইল কোয়েতজার বলেন, ;তার (কোহলি) মতো খেলোয়াড়ের সঙ্গে টস করা এবং কথা বলার মতো স্বপ্ন অবশেষে সত্যি হলো।’ বিশ্বকাপে পারস্পরিক সম্প্রীতির আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি।