আন্তর্জাতিক ডেস্ক : সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের সাত নাগরিক নিহত হয়েছে। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, এই বিমান হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।
গত শুক্রবার (৬ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে মাজযার এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাতে পার্সটুডে জানায়, আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরায়েল-বিরোধী একটি সমাবেশের প্রস্তুতির সময় সাহারি গ্রামে হামলা চালায় সৌদি বিমান বাহিনী। প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার কুদস দিবস পালিত হয়। এদিন ইরান-ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সভা-সমাবেশ, সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রায় ছয় বছর আগে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দমনের লক্ষ্যে এক ‘অসম’ যুদ্ধ শুরু করে। সৌদি জোটের হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ। ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইয়েমেনের ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
সৌদি জোটের বিমান হামলায় ৭ ইয়েমেনি নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ