ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

সৌদি গিয়ে ব্যাগ হারালেন মাহিরা খান

  • আপডেট সময় : ০১:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সম্প্রতি সৌদি আরবে গিয়ে ব্যাগ খুইয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সেখানে রেড সি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার সময় এই অঘটন ঘটে। বিষয়টি জানিয়ে টুইট করে নিজের ক্ষোভ তুলে ধরেন অভিনেত্রী। সেখানে মাহিরা লেখেন, গত তিন দিন ধরে সৌদি আরবে রয়েছি। আমি পৌঁছেছি। কিন্তু, আমার ব্যাগ হারিয়ে গেছে। যার জন্য দায়ী সৌদি আরবের বিমান সংস্থা। টুইট বার্তায় মাহিরা আরো লেখেন, একাধিকবার আমি খোঁজ নিচ্ছি, কোনো সদুত্তর পাচ্ছি না বিমান সংস্থার পক্ষ থেকে। আশা করছি এই টুইটের পর সৌদি আরবের বিমান সংস্থা এই বিষয়ে যোগাযোগ করবেন। টুইটে মাহিরা খান সৌদি এয়ারলাইন্স, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ফেডারেল তদন্ত সংস্থাকে ট্যাগ করেছেন। বর্তমান সময়ের পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাহিরা। পাকিস্তানের বাইরে বলিউডেও অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে তাকে ‘রইস’ সিনেমায় দেখা গেছে তাকে। যেখানে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। তবে নানা কারণে এরপর আর বলিউডের সিনেমায় দেখা মেলিনি পাকিস্তানের এই তারকাকে। মাহিরাকে শেষবার পর্দায় দেখা গেছে ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ নামের সিনেমায়। বিলাল লাসারি পরিচালিত সিনেমা চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পায়। এতে মাহিরার বিপরীতে দেখা গেছে ফাওয়াদ খানকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য প্রস্তুত রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

সৌদি গিয়ে ব্যাগ হারালেন মাহিরা খান

আপডেট সময় : ০১:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : সম্প্রতি সৌদি আরবে গিয়ে ব্যাগ খুইয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সেখানে রেড সি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার সময় এই অঘটন ঘটে। বিষয়টি জানিয়ে টুইট করে নিজের ক্ষোভ তুলে ধরেন অভিনেত্রী। সেখানে মাহিরা লেখেন, গত তিন দিন ধরে সৌদি আরবে রয়েছি। আমি পৌঁছেছি। কিন্তু, আমার ব্যাগ হারিয়ে গেছে। যার জন্য দায়ী সৌদি আরবের বিমান সংস্থা। টুইট বার্তায় মাহিরা আরো লেখেন, একাধিকবার আমি খোঁজ নিচ্ছি, কোনো সদুত্তর পাচ্ছি না বিমান সংস্থার পক্ষ থেকে। আশা করছি এই টুইটের পর সৌদি আরবের বিমান সংস্থা এই বিষয়ে যোগাযোগ করবেন। টুইটে মাহিরা খান সৌদি এয়ারলাইন্স, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ফেডারেল তদন্ত সংস্থাকে ট্যাগ করেছেন। বর্তমান সময়ের পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাহিরা। পাকিস্তানের বাইরে বলিউডেও অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে তাকে ‘রইস’ সিনেমায় দেখা গেছে তাকে। যেখানে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। তবে নানা কারণে এরপর আর বলিউডের সিনেমায় দেখা মেলিনি পাকিস্তানের এই তারকাকে। মাহিরাকে শেষবার পর্দায় দেখা গেছে ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ নামের সিনেমায়। বিলাল লাসারি পরিচালিত সিনেমা চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পায়। এতে মাহিরার বিপরীতে দেখা গেছে ফাওয়াদ খানকে।