ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সৌদি আরব কনসার্টে গাইবেন ইমরান

  • আপডেট সময় : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো গান গাইতে সৌদি আরবে যাচ্ছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আগামী ৭ ও ৮ ডিসেম্বর রিয়াদের আল সৌয়াইদি পার্কে অনুষ্ঠিত হবে ‘রিয়াদ সিজন ২০২৩’ শিরোনামে কনসার্ট। কনসার্টে ইমরান ছাড়াও বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন। ইমরান মাহমুদুল বলেন, ‘আমি প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশ নিতে যাচ্ছি। বিশেষ করে সৌদি আরবের রিয়াদে যেসব বাঙালি বসবাস করেন, যারা আমার গান পছন্দ করেন তারা অবশ্যই কনসার্টে আসবেন। এ কনসার্ট সম্পূর্ণ ফ্রি; কোনো টিকিট লাগবে না।’ কনসার্টটি ইন্ডিয়ান কমিউনিটি ও বাংলাদেশ থেকে কয়েকজন মিলে আয়োজন করা হয়েছে। কনসার্টে অংশ নিতে পুরো টিম নিয়ে আগামী ৬ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন; কনসার্ট শেষে ১০ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। মৌলিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করছেন তিনি। চলতি বছর তার গাওয়া বেশ কটি গান শ্রোতাপ্রিয়তা লাভ করেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সৌদি আরব কনসার্টে গাইবেন ইমরান

আপডেট সময় : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো গান গাইতে সৌদি আরবে যাচ্ছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আগামী ৭ ও ৮ ডিসেম্বর রিয়াদের আল সৌয়াইদি পার্কে অনুষ্ঠিত হবে ‘রিয়াদ সিজন ২০২৩’ শিরোনামে কনসার্ট। কনসার্টে ইমরান ছাড়াও বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন। ইমরান মাহমুদুল বলেন, ‘আমি প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশ নিতে যাচ্ছি। বিশেষ করে সৌদি আরবের রিয়াদে যেসব বাঙালি বসবাস করেন, যারা আমার গান পছন্দ করেন তারা অবশ্যই কনসার্টে আসবেন। এ কনসার্ট সম্পূর্ণ ফ্রি; কোনো টিকিট লাগবে না।’ কনসার্টটি ইন্ডিয়ান কমিউনিটি ও বাংলাদেশ থেকে কয়েকজন মিলে আয়োজন করা হয়েছে। কনসার্টে অংশ নিতে পুরো টিম নিয়ে আগামী ৬ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন; কনসার্ট শেষে ১০ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। মৌলিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করছেন তিনি। চলতি বছর তার গাওয়া বেশ কটি গান শ্রোতাপ্রিয়তা লাভ করেছে।