আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, অন্যান্য অস্ত্র এবং আনুষঙ্গিক সরঞ্জামসহ ৬৫ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সায় দিয়েছে মার্কিন সিনেট।
এই প্রথম সৌদি আরবের কাছে বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করছে বাইডেন প্রশাসন। কিন্তু ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে রিয়াদের কাছে এ অস্ত্র বিক্রির বিরোধিতা করে একটি প্রস্তাব এনেছিলেন তিন প্রভাবশালী মার্কিন সিনেটর র্যান্ড পল, মাইক লি এবং বার্নি স্যান্ডার্স। কিন্তু মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষটি তাদের আনা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করলেও মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই ইয়েমেন যুদ্ধে রিয়াদের ভূমিকার কঠোর সমালোচক। এই যুদ্ধের কারণে ইয়েমেনে বিশ্বের সবেচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ।
সৌদি আরবের কাছে অস্ত্র-সরঞ্জাম বিক্রিতে অনুমোদন না দেওয়ার প্রস্তাবের পক্ষে সেনেটের সমর্থন চেয়ে স্যান্ডার্স বলেন, “সৌদি আরবের কাছে আরও ক্ষেপণাস্ত্র রপ্তানির ফলে এই সংঘাতের বিস্তৃতি এবং জ্বলতে থাকা আগুনে শুধু আরও পেট্রল ঢালা হবে।” এই প্রস্তাবের পক্ষে থাকা সেনেটররা ‘বেসামরিক হত্যায় মার্কিন অস্ত্র-সরঞ্জাম ব্যবহৃত হবে না’ এমন নিশ্চয়তা ছাড়া সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে আপত্তি জানান।
অন্যদিকে রিয়াদের কাছে অস্ত্র বিক্রির পক্ষে থাকা সেনেটররা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে। বিতর্কের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের ভোটাভুটিতে ৬৭-৩০ ভোটে অস্ত্র বিক্রির বিরোধিতা করে আনা প্রস্তাবটি খারিজ হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “সৌদি নেতৃত্বকে তাদের অসংখ্য পদক্ষেপের জন্য জবাবদিহিতার আওতায় আনা দরকার, এটার সঙ্গে আমি একমত। কিন্তু আমি এটাও বিশ্বাস করি, আমাদের নিরাপত্তা অংশীদারদের জানা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো,” বলেন মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান, ডেমোক্র্যাট সেনেটর বব মেন্ডেজ।
সৌদি আরবের কাছে যেসব অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনেট ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিগুলো অনুমোদন দিয়েছে, তার মধ্য ২৮০ এআইএম-১২০সি-৭/সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম), ৫৯৬ এলএইউ-১২৮ মিসাইল রেল লঞ্চারসও (এমআরএল) আছে।
সেনেটে ভোটাভুটির আগে অস্ত্র বিক্রিতে বাধা দিতে আনা প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল বাইডেন প্রশাসন। “এটি আমাদের অংশীদারের সুরক্ষায় সহায়তা সংক্রান্ত প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে অবমূল্যায়ন করবে, তাও এমন এক সময়ে যখন সৌদি আরবের বেসামরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়ছে,” বিবৃতিতে বলেছিল হোয়াইট হাউসের বাজেট ব্যবস্থাপনা কার্যালয়।
সৌদি আরবে ৬৫ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে অনুমতি মার্কিন সিনেটের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























