আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান শহরে কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় গত শুক্রবার এ হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র এ খবর জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
আহত ১০ জনের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়াও ৬ সৌদি ও সুদানের ১ নাগরিক রয়েছেন। গতকালের হামলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে গতকালের হামলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।
সৌদি আরবে বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ