ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে আটক ১৭২

  • আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১৭২ জনকে আটক করা হয়েছে। আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করে দেশটির ওভারসাইট ও অ্যান্টি-করাপশন অথরিটি।
রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সৌদি আরবের ওভারসাইট ও অ্যান্টি-করাপশন অথরিটি জানিয়েছে, গত এক মাসে ৬ হাজার ৬১টি ঘটনার তদন্ত করা হয়েছে এবং আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ৫১২ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংস্থাটি বলছে, দুর্নীতির বিরুদ্ধে চলমান লড়াইয়ের অংশ হিসেবে এবং সরকারের সুনাম ও সততা অক্ষুণ্ন রাখতে ১৭২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, প্রতারণা, অফিসের অপব্যবহার এবং দাফতরিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। সৌদি আরবের পরিবেশ, কৃষি ও পানি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি ন্যাশনাল গার্ড, পুণ্যের প্রচার ও দুষ্টের প্রতিরোধ বিষয়ক কমিশন এবং শিক্ষা ও প্রশিক্ষণ মূল্যায়ন কমিশন থেকে অভিযুক্ত এসব ব্যক্তিকে আটক করা হয়।
তাদেরকে বিচারের মুখোমুখি করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে আটক ১৭২

আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১৭২ জনকে আটক করা হয়েছে। আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করে দেশটির ওভারসাইট ও অ্যান্টি-করাপশন অথরিটি।
রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সৌদি আরবের ওভারসাইট ও অ্যান্টি-করাপশন অথরিটি জানিয়েছে, গত এক মাসে ৬ হাজার ৬১টি ঘটনার তদন্ত করা হয়েছে এবং আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ৫১২ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংস্থাটি বলছে, দুর্নীতির বিরুদ্ধে চলমান লড়াইয়ের অংশ হিসেবে এবং সরকারের সুনাম ও সততা অক্ষুণ্ন রাখতে ১৭২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, প্রতারণা, অফিসের অপব্যবহার এবং দাফতরিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। সৌদি আরবের পরিবেশ, কৃষি ও পানি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি ন্যাশনাল গার্ড, পুণ্যের প্রচার ও দুষ্টের প্রতিরোধ বিষয়ক কমিশন এবং শিক্ষা ও প্রশিক্ষণ মূল্যায়ন কমিশন থেকে অভিযুক্ত এসব ব্যক্তিকে আটক করা হয়।
তাদেরকে বিচারের মুখোমুখি করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।