আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আবর মঙ্গলবার সতর্ক করে বলেছে, কোভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে তাদের করা কালোতালিকাভূক্ত দেশগুলোতে নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে। খবর এএফপি’র।
টুইটার বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো ভ্রমণ করা ব্যক্তিদের ‘বড় ধরনের জরিমানা করা’ এবং তিন বছর বিদেশ সফর নিষিদ্ধ করা হবে।’
‘চলমান করোনাভাইরাস মহামারী এবং এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কালোতালিকাভূক্ত দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছে। আর সেটা সরাসরি হোক বা অন্য কোন দেশ হয়ে হোক।’
সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়ার দেয়া তথ্য মতে, নাগরিকদের প্রতিবেশি দেশ সংযুক্ত আরব আমিরাতসহ ১৬ টি দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘করোনাভাইরাসের নতুন রুপান্তরিত ধরণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গ করলে ৩ বছরের নিষেধাজ্ঞা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ